আরব লীগের মহাসচিব আমর মুস্সা ৪ জুলাই কায়রোয় সফররত ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাসের প্রতিনিধি শায়াথের সঙ্গে বৈঠক করেছেন। দু'পক্ষ বর্তমান ফিলিস্তিন ও ইসরাইলের পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছে।
পরের তথ্য জ্ঞাপন সভায় মুসা বলেছেন, বর্তমান সঙ্কট বিমোচন করার প্রধান পদ্ধতি হলো সংশ্লিষ্ট পক্ষ শান্তি প্রক্রিয়ায় ফিরে আসা। বর্তমানের সঙ্কট যত সময় স্থায়ী থাকবে ততই বিপদ হবে। মুসা বলেছেন, ফিলিস্তিনী জনগণের প্রতি অন্যায় আর অবিচার হলো এই সঙ্কটের প্রধান কারণ।
শায়াথ বলেছেন, আরব লীগ ও সাউদি আরব আলাদা আলাদাভাবে ফিলিস্তিনের কাছে ৫ কোটি মার্কিন ডলার পাঠিয়েছে।
|