v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-04 20:20:30    
৪ জুলাই

cri

**  ৬৬৪ সালের ৪ জুলাই থাং রাজবংশের সম্মানিত বৌদ্ধ পুরোহিত স্যুয়ান চুয়াং মৃত্যু বরণ করেন।

 সাধারণতঃ স্যুয়ান চুয়াংকে সান জানং পন্ডিত বলে ডাকা হয়। তাঁর আরেক নাম থাং পুরোহিত। থাং রাজবংশের থাই জোং সম্রাটের জানকুয়াং তিন সালে তিনি লিয়াং চৌ থেকে রওয়ানা হয়ে ইউ মেন কুয়াং পার হয়ে পশ্চিম দিকের ভারত সফর করেন। মোট ১৭ বছর সময় ব্যয় করে অবশেষে জানকুয়াং ১৯ সালে থাং রাজবংশের রাজধানী চাং আনে ফিরে আসেন। তিনি তাঁর জীবনে মোট ১৩৩৯টি বৌদ্ধ ধর্মের প্রন্থচীনা ভাষায় অনুবাদ করেন।

**  ১৯৮৭ সালের ৪ জুলাই তেং সিয়াও পিং বাংলাদেশের তত্কালীন প্রেসিডেন্ট এরশাদের সঙ্গে সাক্ষাত্ করার সময় দুটি মৌলিক তত্ত্ব উত্থাপন করেছেন ।

  তিনি বলেছেন, চীনের কমিউনিস্ট পার্টির ১১তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের পর চীনের কমিউনিস্ট পার্টি চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র প্রতিষ্ঠার মৌলিক নীতি প্রণয়ন করেছে। এই মৌলিক নীতির দুটি মৌলিক ধারার একটি হচ্ছে, চারটি মৌলিক নীতি অনুসরণ করা, আরেকটি হচ্ছে সংস্কার, উন্মুক্তা, প্রাণচঞ্চলেঅবিচল থাকা। এই দুটি ধারা হচ্ছে সমাজতান্ত্রিক আধুনিকায়ন গঠনকাজের সাধারণ রীতিনীতি। এই দুটি ধারা মিলে চীনের কমিউনিস্ট পার্টির ১১তম কেন্দ্রীয় কমিটির তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনে গৃহীত মূল নীতির সম্পূর্ণ বিষয়বস্তু।

বিদেশ

**  ১৭৭৬ সালের ৪ জুলাই উত্তর আমেরিকান মহাদেশ অধিবেশনে "স্বাধীনতা ঘোষণা" খসড়া গৃহীত হয়।

  ঘোষণায় উত্তর আমেরিকায় ব্রিটেনের নিষ্ঠুর শাসনের নিন্দা করা হয়েছে। ঘোষণায় ব্রিটেনের সঙ্গে যাবতীয় অধীনতা সম্পর্ক বাতিল করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা প্রভৃতি বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে। ৪ জুলাই যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস।

**  ১৮০২ সালের ৪ জুলাই মার্কিন ওয়েস্ট পয়েন্ট সামরিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।

**  ১৯৩৪ সালের ৪ জুলাই ফ্রান্সের পদার্থবিজ্ঞানীম্যাডাম মারি চুরি মৃত্যু বরণ করেন।

  তাঁর আসল দেশ পোল্যান্ড। ১৮৯১ সালে তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৮৯৫ সালে ফ্রান্সের পদার্থবিজ্ঞানী পিয়ারে চুরির সঙ্গে বিয়ে করেন। তাঁরা একসাথে ফ্রান্সের পদার্থবিজ্ঞানী বেকরেয়ালের আবিষ্কৃত বিকিরণ নিয়ে গবেষণা করেন এবং পরপর পলোনিয়াম আর রেডিয়াম এই দুটি প্রাকৃতিক বিকিরণ পদার্থ আবিষ্কার করেন। ১৯০৬ সালে তাঁর স্বামী পিয়ারে চুরি মৃত্যুর পর তিনি অব্যাহতভাবে বিকিরণ গবেষণা করেন এবং সাফল্য অর্জন করেন। এই ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ১৯০৩ সালে ম্যাডাম চুরি এবং বেকরেয়াল উভয় নোবেল পদার্থ পুরস্কার অর্জন করেন, ১৯১১ সালে তিনি আবার নোবেল রসায়ন পুরস্কার অর্জন করেন।

**  ১৯৪৬ সালের ৪ জুলাই ফিলিপাইন প্রজাতন্ত্র ম্যানিলায় আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা ঘোষণা করে।

**  ১৯৮০ সালের ৪ জুলাই প্রথম ইউরোপীয় পারমাণবিক নিরস্ত্রীকরণ অধিবেশন ব্রাসেলসে সমাপ্ত হয়।