চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখাপাত্র চিয়াং ইয়ু বলেছেন , ইরানের পরমাণু সমস্যা সমাধান করতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা আবার শুরু করতে হবে । চীন আশা করে ইরান ও সংশ্লিষ্ট পক্ষ আলোচনার জন্য শর্ত যুগাতে পারবে ।
৪ জুলাই এক সংবাদ সম্মেলনে চিয়াং ইয়ু বলেছেন , চীন আশা করে ইরান আন্তর্জাতিক সমাজের উত্কন্ঠার ওপর গুরুত্ব দেয় এবং গুচ্ছ প্রস্তাবের সাড়া দেবে । চীনও আশা করে সংশ্লিষ্ট পক্ষ অব্যাহতভাবে সংযম বজায় রাখবে এবং ইরানের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করবে । তিনি বলেছেন , যে কোনো পরমাণু সমস্যা সংক্রান্ত আলোচনা আন্তর্জাতিক সমাজের ঐকমত্যে পৌঁছানোর জন্য সহায়ক হবে ।
|