৩ জুলাই চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার পর্যটনমন্ত্রীদের তিনদিনব্যাপী সম্মেলনের প্রথম অধিবেশন জাপানের সাপ্পোরোয় সমাপ্ত হয়েছে।
চীনের জাতীয় পর্যটন ব্যুরোর পরিচালক শাও ছি ওয়েন বলেন, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া পর্যটনের আদান প্রদান ও সহযোগিতা ক্ষেত্রে আঞ্চলিক আলোচনা জোরদার করবে, আঞ্চলিক আদান প্রদান ও অঞ্চলের বাইরের বাজার সহযোগিতা ঘনিষ্ঠ করবে, যাতে পূর্ব এশিয়া অঞ্চলের পর্যটন বাজার সম্প্রসারণ করা যায়।
জাপানে চীনের রাষ্ট্রদূত ওয়াং ই অধিবেশনের সাফল্যের প্রতি স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা হচ্ছে ঐতিহাসিক গতিবিধি। তিনি আশা করেন, এই গতিবিধি ও ঐকমত্যের সম্পর্ক উন্নয়নের চালিকাশক্তি ও তত্পরতায় পরিবর্তিত হবে।
অধিবেশনে তিনটি দেশের পর্যটন মন্ত্রী আনুষ্ঠানিকভাবে হোক্কাইদো ঘোষণা স্বাক্ষর করেছেন। তা ছাড়া অধিবেশনে "চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া পর্যটন আদান প্রদান" চুক্তি গৃহীত হয়েছে।
|