৩ জুলাই জাতিসংঘ প্রকাশিত সহস্রাব্দী উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০০৬ বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, সহস্রাব্দী উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দারিদ্র্য, পানীয় জল ও শিশুদের স্কুলে উপস্থিতির হার ইত্যাদি ক্ষেত্রে সাফল্য অর্জিত হয়েছে।
একই দিন জাতিসংঘের স্থায়ী উপ-মহাসচিব মার্ক ম্যাল্লোছ ব্রোন জেনিভায় এই রিপোর্ট প্রকাশ করার সময় বলেন, দারিদ্র্য দূর করার ক্ষেত্রে এশিয়া সাফল্য অর্জন করেছে। এশিয়ার উন্নয়নের ফলে সহস্রাব্দী উন্নয়ন লক্ষ্যমাত্রায় ২০১৫ সাল পর্যন্ত দরিদ্রদের সংখ্যা অর্ধেকে কমানোর লক্ষ্য বাস্তবায়ন করা যাবে।
এর সঙ্গে সঙ্গে তিনি বলেন, উন্নয়নমুখী দেশগুলোতে পানীয় জলের অভাব স্পষ্টভাবে কমেছে। তবে সাহারার দক্ষিণ দিকের আফ্রিকা ও উন্নয়নমুখী দেশের স্কুলগামী বয়সের শিশুদের স্কুলে উপস্থিতির হার কিছু বেড়েছে।
|