চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়ু ৪ জুলাই পেইচিংয়ে বলেছেন , চীন-জাপান ষষ্ঠ পূর্ব সাগর সমস্যা সংক্রান্ত আলোচনা ৮ থেকে ৯ জুলাই পর্যন্ত চীনে আয়োজিত হবে ।
১৮ মে জাপানের টোকিওতে পঞ্চম আলোচনা অনুষ্ঠিত হয়েছে । চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের প্রধান হু চেন ইয়ুএ ও জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের প্রধান কেনিচিরো সাসায় আলোচনায় অংশ নিয়েছেন । যদিও দু'পক্ষের অধিষ্ঠানের বিরাট পার্থক্য আছে , তবে দু'পক্ষ মনে করে যে , আলোচনা খুব ইতিবাচক এবং সহায়ক ।
|