মিসরের তথ্যমন্ত্রী আহমাদ নাবিহ আল ফেক্কি ৩ জুলাই কায়রোতে বলেছেন, প্রেসিডেন্ট হুসনি মুবারাক প্রতিশ্রুতি দিয়েছেন যে , মিসর অব্যাহতভাবে ফিলিস্তিন-ইস্রাইল পণ-বন্দী সংকট নিরসনে মধ্যস্থতা করবে
একই দিন সৌদি আরবে মুবারাক স্বল্পকালের সফর করেছেন এবং সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দেল আজিজের সঙ্গে বৈঠক করেছেন । ফেক্কি মিসরের মেনা বার্তাসংস্থাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , বৈঠকে মিসর ও সৌদি আরবের রাষ্ট্রপ্রধানরা প্রধানতবর্তমানের ফিলিস্তিন-ইস্রাইল পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন । তারা ফিলিস্তিনী জনগণের সম্মুখীন মানবিক সংকটের প্রতিউদ্বেগপ্রকাশ করেছেন ।
তিনি বলেছেন , গত এক সপ্তাহে তিনি ফিলিস্তিন ও ইস্রাইল দুপক্ষের নেতাদের সঙ্গেযে যোগাযোগ করেছেন প্রেসিডেন্টমুবারাক বাদশাহ আব্দুল্লাহের কাছে তা অবহিত করেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে ,পরিস্থিতির অবনতি এড়ানোর জন্যে মিসর অব্যাহতভাবে বিভিন্ন পক্ষের সঙ্গে পণ-বন্দী সংকট নিরসনের পদ্ধতি খুঁজে বের করবে ।
|