চীনের ভূমি ও সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ওয়াংমিন ৩ জুলাই খুনমিং শহরে বলেছেন , চীন ক্ষতিপূরণভিত্তিতে খনিসম্পদ-অধিকার অর্জন ব্যবস্থা পরিপূর্ণ করবে এবং খনিসম্পদের ক্ষতিপূরণভিত্তিক উন্নয়ন ব্যবস্থাজোরদার করবে ।
বর্তমান চীনে বিনাখরচে বা অতি নিম্ন মূল্যে খনিসম্পদ উন্নয়ন অধিকার অর্জন করা যায় এবং নিম্ন ব্যয়ে খনিসম্পদ ব্যবহার করা হয় । যার ফলে খনিশিল্প বাজারের সম্পদ উন্নয়নের অপচয় হয় । এক অধিবেশনে ওয়াংমিন বলেছেন , রাষ্ট্র খনি আবিস্কার ও উন্নয়নে কড়া নিয়ন্ত্রণ ব্যবস্থানেবে । যে খনি পরিমাপের ঝুঁকিহীন বা নিম্ন ঝুঁকিপূর্ণ হয় , টেন্ডার, নিলাম প্রভৃতি পদ্ধতির মাধ্যমে সে খনি অনুসন্ধানের অধিকার ও উন্নয়ন অধিকার বিক্রয় করা হয় ।
চীন সরকার নিজ দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন দেশের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে খনিসম্পদ ক্ষেত্রে সহযোগিতা চালাতে উত্সাহ দেয় ।
|