গত ৫ বছরে চীন পশ্চিম অঞ্চলের পরিবেশ রক্ষায় মোট ২০০ বিলিয়ন রেনমিনপি বিনিয়োগ করেছে ।
চীনের রাষ্ট্রীয় উন্নয়ন ও সংস্কার কমিটির একজন কর্মকর্তা এক প্রাসঙ্গিক অধিবেশনে বলেছেন , পশ্চিম অঞ্চলের পরিবেশ নির্মাণ কাজ জোরদার করার জন্যে চীন পরপর কৃষি-জমিকে বনে ফিরিয়ে আনা , গবাদিপশু চারণভূমিকে তৃণভূমিতে ফিরিয়ে আনা এবং প্রাকৃতিক বন রক্ষা প্রভৃতি গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করেছে । এ পর্যন্ত ৪ কোটি হেক্টর আয়তনের বন তৈরী করা হয়েছে, ৫ লক্ষ৪০ হাজার বর্গকিলোমিটার আয়তনের মাটি ও পানি রক্ষা করা হয়েছে । কর্মকর্তাটি বলেছেন , পশ্চিম চীনের প্রাকৃতিক পরিবেশের অবস্থা এখনো অত্যন্ত কঠিন ।
এক পরিসংখ্যান অনুযায়ী পশ্চিম অঞ্চল চীনের এক গুরুতর অঞ্চল যে অঞ্চলে পানির ক্ষয়ক্ষতি ও জমির মরুকরণ হয়। তাই পশ্চিম চীনের প্রাকৃতিক পরিবেশ নির্মাণ কাজ এখনো দুরূহ ।
|