৩ জুলাই সুদানের প্রেসিডেন্ট ওমার্ আল-বাশির ও শাদের প্রেসিডেন্ট ইড্রিস দেব্বি গাম্বিয়ার রাজধানী বানজুলে সমঝোতায় পৌঁছেছেন।
জানা গেছে, আফ্রিকা ইউনিয়নের ৭ম শীর্ষ সম্মেলনে লিবিয়ার প্রেসিডেন্ট মোয়াম্মার গাদ্দাফি উল্লিখিত দু'জন প্রেসিডেন্টসহ তিন'পক্ষীয় বৈঠক পরিচালনা করেছেন। বৈঠকে প্রেসিডেন্ট বাশির ও দেব্বি দু'দেশের সংঘর্ষের কারণ বিশ্লেষণ করেছেন এবং চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছেন। দু'পক্ষ একটি যৌথ কমিটি প্রতিষ্ঠার মাধ্যমে দু'দেশের সম্পর্কের স্বাভাবিকায়ন ত্বরান্বিত করতে রাজী হয়েছে।
|