চীনের উপপ্রধানমন্ত্রী হুয়ে লিয়াং ইয়ু ৪ জুলাই পেইচিংয়ে বলেছেন , কৃষকদের উত্পাদন ও জীবনের সবচেয়ে জরুরী বাস্তব সমস্যা সমাধানের জন্যে আমরা বিপুল প্রয়াস চালাবো , যাতে তারা সত্যি সত্যিই লাভবান হতে পারেন ।
মঙ্গলবার চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির স্ট্যান্ডিং কমিটির এক অধিবেশনে নতুন গ্রামাঞ্চল নির্মাণের ওপর একটি রিপোর্টে হুয়ে লিয়াং ইয়ু এই কথা বলেছেন । তিনি বলেন , এ বছর চীনের কেন্দ্রীয় সরকার ও স্থানীয় সরকার গ্রামাঞ্চলের উন্নয়নের সহায়তায় বিপুল মাত্রায় বরাদ্দ বাড়াবে । তিনি জোর দিয়ে বলেন , আমরা আধুনিক কৃষির গঠনকাজ আরো জোরদার করবো , স্থিতিশীলভাবে খাদ্য উত্পাদন বাড়াবো এবং কৃষকদের আয় নিরন্তর বাড়িয়ে দেবো ।
এখানে উল্লেখ করা যেতে পারে যে, চীনের কৃষকদের সংখ্যা ৮০ কোটি । দীর্ঘদিন ধরে চীন শিল্প ও শহরের উন্নয়নের ওপর বেশি গুরুত্ব দিয়ে আসছিল । ফলে শহর ও গ্রামের ব্যবধান বেড়েই চলেছে । এ বছরের গোড়ার দিকে চীন সরকার বিশেষভাবে নতুন সমাজতান্ত্রিক গ্রামাঞ্চল নির্মাণের কর্মসূচি উত্থাপন করে যাতে শহরের লোকদের মত কৃষকরাও সমান্তরালভাব আর্থ-সামাজিক উন্নয়নের ফল ভোগ করতে পারেন ।
নতুন গ্রামাঞ্চল নির্মাণ সম্বন্ধে গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের জাতীয় কমিটির সদস্যদের মতামত ও প্রস্তাব শোনার জন্যে এবারের অধিবেশনের আয়োজন করা হয় ।
|