ইসরাইলী সৈন্যকে অপহরণকারী ফিলিস্তিনী সশস্ত্র সংস্থার সময়সীমা হল স্থানীয় সময় ৪ জুলাই ভোর ৬টায় । তবে ইসরাইল আরেকবার বলেছে যে , ইসরাইল সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবে না ।
অপহরণকারী তিনটি সশস্ত্র সংস্থার অন্যতম "ইসলামিক আর্মি'র" একজন মুখপাত্র ৪ জুলাই বলেছেন , সেই ইসরাইলী সৈন্য সম্পর্কিত আলোচনার সময় শেষ হয়েছে । তারা এই সৈন্য সম্বন্ধে কোনো তথ্য জানাবে না ।
ইসরাইলের আইন মন্ত্রী হাইম রামোন একইদিন বলেছেন , ইরসাইলের নীতির কোনো পরিবর্তন হয় নি । ইসরাইল সন্ত্রাসবাদের কাছে নতী স্বীকার করবে না এবং তাদের সঙ্গে আলোচনাও করবে না ।
|