v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-03 20:00:27    
৩ জুলাই

cri
    ১৯২৮ সালের ৩ জুলাই মার্কিনীরা মাত্র ৭৫ মার্কিন ডলার দিয়ে একটি টেলিভিশন কিনতে পারেন। সে দিন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান পত্রপত্রিকায় বিজ্ঞাপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজারে এক ধরনের টেলিভিশন বিক্রি হচ্ছে যার দাম মাত্র ৭৫ মার্কিন ডর্লার। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আরও আধুনিক টেলিভিশন ৩১ জুলাই বার্লিন প্রদর্শনীতে দেখানো হবে।

    ৩ জুলাই ১৯৪২ সাল , চীনের কমিউনিষ্ট পাটি আর গুমিডাং পাটির মধ্যে আলোচনা অব্যাহত থাকে

    ১৯৪২ সালের ৩ জুলাই রাতে ছুওয়াছিনে চীনের কমিউনিষ্ট পাটি আর গুমিনডাং পাটির মধ্যে জাপ-বিরোধি যুদ্ধে সহযোগিতা নিয়ে দু ঘন্টা স্থায়ী আলোচনা হয়। আলোচনায় চীনের কমিউনিস্ট পাটির প্রতিনিধি প্রধানত নিম্নল্লেখিত প্রস্তাব প্রকাশ করলেন। এক) জাপ-বিরোধী যুদ্ধে ময়লাভে করতে চীনের কমিউনিস্ট পাটির দৃঢ়সংকল্প আছে। দুই) বিজয় অর্জনের আগে অভূতপূর্ব অসুবিধার মুখোমুখি দাঁড়াবে। তিন) দুই পাটির মধ্যে সহযোগিতা হলো অসুবিধা অতিক্রম করার প্রধান উপায়, দুই পাটির মধ্যে ঐক্য রোধ করার সামরিক আর রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যায়।

    ৩ জুলাই ১৯৬২ সাল , আলজেরিয়া স্বাধীন হয়

    ১৯৬২ সালের ৩ জুলাই , আনন্দ-উল্লাসে হাজার হাজার আলজেরিয়ার নাগরিক রাস্তায় উঠে তাদের নতুন সরকারের নেতাকে স্বাগত জানান। ফ্রান্সের প্রেসিডেন্ট ডেগাওলো ফ্রান্স থেকে আলজেরিয়া বিছিন্ন হওয়ার কয়েক ঘন্টা পর আলজেলিয়ার নতুন প্রধান মন্ত্রী তিউওসিয়া থেকে বিশেষ বিমান যোগে আলজেরিয়া পৌঁছলেন। দু দিনের মধ্যে ক্ষমতা হস্তান্ত প্রক্রিয়া শেষ হলো।

    ৩ জুলাই ১৯৭৮ সালে আমাজন সহযোগি চুক্তি স্বাক্ষর

    ১৯৭৮ সালের ৩ জুলাই লাতিন আমেরিকার আমাজন অববাহিকায় অবস্থিত ব্রাজিল, পেরু প্রভৃতি আটটি দেশের প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে আমাজন সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে চুক্তি স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোর মধ্যকার মিলিত উদ্যোগ জোরদার করা হয়েছে।চুক্তিতে বলা হয় চুক্তি স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোর মধ্যে পরষ্পরকে সাহায্য করা, পরষ্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করা, পরষ্পরের মধ্যে সহযোগিতা ঘনিষ্ঠ করার দাবি জানানো হয়। চুক্তিতে আরও বলা হয়, এই অঞ্চলের ভারসাম্য অর্থনীতি নিশ্চিত করার জন্য এসব দেশের মধ্যে বাণিজ্য আর পর্যটন ব্রত তরান্বিত করা উচিত।