৩ জুলাই চীনের রাষ্ট্রীয় নিরাপদ উত্পাদন তত্ত্বাবধান প্রশাসনের এক পরিসংখ্যান অনুযায়ী এ বছরের প্রথম ছ'মাসে গুরুতর দুর্ঘটনার মৃত্যুর সংখ্যা গতবছরের অনুরূপ সময়ের তুলনায় ৩৫ শতাংশ কমেছে । চীনে কোনো দুর্ঘটনায়১০জন মারা গেলে তাকে গুরুতর দুর্ঘটনা হিসাবে গণ্য করা হয় ।
বিশেষ গুরুতর দুর্ঘনায় মৃত্যুর সংখ্যা হ্রাস পেলেও সাম্প্রতিক দু-এক মাসে চীনের কয়লা খনি প্রভৃতি ক্ষেত্রের দুর্ঘটনা কিছুটা বেড়েছে বলে সারা দেশের উত্পাদন পরিস্থিতি এখনো কঠিন ।
চীনের রাষ্ট্রীয় নিরাপদ উত্পাদন তত্ত্বাবধানপ্র্রশাসনের মহাপরিচালক লি ইচুং একই দিন পেইচিংয়ে এক সভায় বলেছেন, দৃঢ়তার সঙ্গে দুর্ঘটনা বেড়ে যাওয়ার প্রবোণতারোধ করতে হবে , ভালভাবে কয়লাখনির পুনর্বিন্যাস ও গ্যাস নিয়ন্ত্রণের কাজ চালাতে হবে , নিষ্ঠার সঙ্গে উত্পাদন নিয়ম পালন করতে হবে এবং আইন প্রয়োগ জোরদার করতে হবে ।
|