পেইচিং থেকে লাসাগামী টি২৭ নং প্রথম যাত্রীবাহী রেলগাড়ি ৩ জুলাই ভোরবেলায় ১৬৮৬ মিটার দৈর্ঘ্যের কুনলুন পাহাড়ের বরফ মাটির সুরঙ্গ অতিক্রম করেছে। দু'দিন আগে ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ার উদ্যাপনী অনুষ্ঠানের পর এটি হল পেইচিং থেকে ছিংহাই-তিব্বত মালভূমিতে প্রবেশকারী প্রথম যাত্রীবাহী রেলগাড়ি। এখন থেকে মানবজাতির যাত্রীবাহী রেলগাড়ির "পৃথিবীর ছাদ" অতিক্রম করার ইতিহাস উন্মোচিত হয়েছে।
বিশেষজ্ঞদের অনুমান অনুযায়ী, পৃথিবীতে সমুদ্রতল থেকে সবচেয়ে উঁচু, মালভূমিতে সবচেয়ে দীর্ঘ ছিংহাই-তিব্বত রেলপথের তিব্বতে আসা-যাওয়ার ৭৫ শতাংশ পরিবহন কর্তব্য বহন করার সম্ভাবনা আছে।
৩ জুলাই থেকে পেইচিং, চেনতু প্রভৃতি চীনের অভ্যন্তরীণ পাঁচটি শহর থেকে "পৃথিবীর ছাদগামী" যাত্রীবাহী রেলগাড়ি যথাক্রমে লাসায় পৌঁছবে। ভবিষ্যতে ছিংহাই-তিব্বত রেলপথ তিব্বতের রিগাজে, লিনচি প্রভৃতি অঞ্চলে সম্প্রসারিত হবে। এর মাধ্যমে চীন আর দক্ষিণ এশীয় অঞ্চলকে সংযুক্তকারী "আন্তর্জাতিক বাণিজ্য পথ " সুগম করার জন্য ভিত্তি স্থাপন করা হবে।
|