চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয়কমিটির সাধারণ সম্পাদক হু চিনথাও সম্প্রতি জোর দিয়ে বলেচেন , বিজ্ঞান , গণতন্ত্র ও আইন অনুসারে ক্ষমতা প্রয়োগকরতে হবে এবং অনবরতভাবে চীনা কমিউনিস্ট পার্টির ক্ষমতা প্রয়োগও নেতৃত্ব দানের মান উন্নত করতে হবে ।
চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর এক অধ্যয়ন সভায় তিনি এই নির্দেশ দিয়েছেন । তিনি বলেছেন , বৈজ্ঞানিকভাবে পার্টির তত্ত্ব, লাইন ও নীতিবিধি প্রণয়ন ও কার্যকরী করতে হবে । যে সিদ্ধান্ত , বিশেষ করে জাতীয় অর্থনীতি ও জীবনযাপনের সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে তাকে বাস্তব নিয়মবিধি ও বৈজ্ঞানিক নিয়মবিধির সঙ্গে সঙ্গতিপূর্ণ করার প্রচেষ্টা চালাতে হবে । সত্যিকারভাবে সর্বোচ্চ ব্যাপক জনসাধারণের মৌলিক স্বার্থকে সব কাজের সূচনা ও টিকে থাকার বিষয় হিসেবে গ্রহণ করতে হবে । অনবরতভাবে পার্টির ভেতরকার গণতন্ত্র উন্নত করতে হবে , ক্ষমতার তত্ত্বাবধান জোরদার করতে হবে এবং জনগণের কল্যাণ সৃষ্টি করার জন্যে জনগণের ন্যস্ত করা ক্ষমতাকে সত্যিকারভাবে কাজে লাগানোর নিশ্চয়তাবিধান করতে হবে ।
বিভিন্ন স্তরের পার্টি-কমিটি সত্যিকারভাবে বিজ্ঞান , গণতন্ত্র ও আইন অনুসারে ক্ষমতা প্রয়োগ করে সমাজতান্ত্রিক আধুনিকায়ন নির্মাণ কাজ ত্বরান্বিত করতে হু চিনথাও আহবান জানিয়েছেন ।
|