v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-07-03 14:55:18    
২৯ জুন--০৩ জুলাই

cri
ছিংহাই-তিব্বত রেলপথের তিব্বতগামী প্রথম রেলগাড়ি লাসায় পৌঁছেছে

পেইচিং সময় ২ জুলাই দিবাগত মধ্যরাতে ছিংহাই প্রদেশের গুলমুড থেকে তিব্বতের রাজধানী লাসাগামী প্রথম রেলগাড়ী নিরাপদে লাসা রেলস্টেশনে গিয়ে পৌঁছেছে । একই দিন দিবাগত মধ্যরাত ১২ টা ১৩ মিনিটে লাসা থেকে গুলমুডগামী প্রথম রেলগাড়ী সুষ্ঠুভাবে ছিংহাই প্রদেশের গুলমুড শহরে গিয়ে পৌঁছেছে। এথেকে প্রমাণিত হয় যে , গোটা ছিংহাই-তিব্বত রেলপথ চালু হয়েছে ।

লাসাগামী রেলগাড়ীটি ৬০০ যাত্রী বহন করে ১ জুলাই সকালে গুলমুড থেকে রওয়ানা হয় । রেলগাড়ীটি ১৩ ঘন্টার মধ্যে ১১৪২ কিলোমিটার দূরত্বঅতিক্রম করে "বিশ্বের ছাদ" ছিংহাই-তিব্বত মালভূমি অতিক্রম করে । লাসা রেলস্টেশনে হাজার হাজার তিব্বতী জনসাধারণ নাচগান করে লাসায় আসা পর্যটকদের হাদা নামক উত্তরীয় পরিয়ে স্বাগত জানান ।

১ জুলাই সমুদ্র পৃষ্ঠ থেকে বিশ্বের উচ্চতম রেলপথ-- ছিংহাই-তিব্বত রেলপথ সার্বিকভাবে চালু হয়েছে । একই দিন সকালে গুলমুড ও লাসা থেকে পরপর দুটি যাত্রীবাহী রেলগাড়ী রওয়ানা হয় । এ দিন থেকে তিব্বতে রেল যোগাযোগ না থাকার ইতিহাস অবসান হয়েছে ।

৫০ হাজার হংকংবাসী উদযাপনী শোভাযাত্রায় অংশ নিয়েছেন

১ জুলাই হচ্ছে মাতৃভূমির কোলে হংকংয়ের ফিরে আসার নবম বার্ষকী । প্রায় ৫০ হাজার হংকংবাসী এই উপলক্ষে আয়োজিত ভ্রাম্যমান শোভাযাত্রায় অংশ নিয়েছেন । শোভাযাত্রায় সম্প্রীতি ও আনন্দে ভরপুর ছিল । ১ জুলাই সকাল ৮টায় হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান আয়োজন করে । চেং ইন ছুয়ান সহ বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের যাবতীয় পদস্থ কর্মকর্তা , বিভিন্ন মহলের বিশিষ্ট অতিথি ও জনসাধারণ সমেত প্রায় ২ হাজার লোক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।

এই উপলক্ষে আয়োজিত এক উদযাপনী অভ্যর্থনা অনুষ্ঠানে চেং ইন ছুয়ান বলেছেন , মাতৃভূমির কোলে ফিরে আসার পর গত ৯ বছরে হংকং " এক দেশ, দুই ব্যবস্থা" নীতি কার্যকরীকরণের পথে চ্যালেঞ্জ ও বাধাবিঘ্নের সম্মুখীণ হয়েছে , তবে সাফল্যও অর্জন করেছে । তিনি বলেছেন , হংকংয়ের অর্থনীতি এখন আবার বৃদ্ধির সময়পর্বে প্রবেশ করেছে । হংকংবাসীদের এই সুযোগের সদ্ব্যবহার করে অর্থনীতির আরো উন্নতি করতে হবে ।

বিশ্বের ৫ শো বৃহত্তম কম্পানীর মধ্যে ১১৬টি সিছুয়েনে শাখা খুলেছে

১ জুলাই দক্ষিণ-পশ্চিম চীনের সি ছুয়েন প্রদেশের বাণিজ্য বিভাগ থেকে জানা গেছে , চলতি বছরের জুন মাস পর্যন্ত বিশ্বের ৫ শো বৃহত্তম কম্পানীর মধ্যে ১১৬ টি কম্পানী সি ছুয়েনে শাখা কম্পানী স্থাপন করেছে ।

জানা গেছে , এই ১১৬টি কম্পানীর মধ্যে ৪১টি কম্পানী সি ছুয়েনে সরাসরি বৈদেশিক পুঁজি কম্পানী স্থাপন করেছে । এই সব কম্পানী ১২টি দেশ বা অঞ্চল থেকে সিছুয়েনে এসেছে । এগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র , ইইউ ও জাপানের কম্পানী বেশি ।

বাংলাদেশের পযর্টন মেলা পেইচিংএ আয়োজিত হয়েছে

২৫ জুন পেইচিংএ বাংলাদেশের পর্যটন মেলা আয়োজিত হয়েছে। বাংলাদেশের বিমান পরিবহণ পযর্টন দফতরের উচ্চ পদস্থ কর্মকর্তা মুশদ্দিক রহমান, বাংলাদেশের রাষ্ট্রীয় পযর্টন কপোর্রেশনের চেয়ারম্যান , চীনে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত আমকাফুর রহমান এবং চীনের আন্তর্জাতিক পযর্টন সংস্থার প্রতিনিধি এই মেলায় ভাষণ দিয়েছেন। বাংলাদেশের পযর্টন সংস্থা, চীনের প্রাচ্য বিমান পরিবহণ কোম্পানি সহ সংশ্লিষ্ট ক্ষেত্রের এক শ লোক এই মেলায় উপস্থিত ছিলেন। বাংলাদেশের বিমান পরিবহণ পযর্টন মন্ত্রণালয় , বাংলাদেশের রাষ্ট্রীয় পযর্টন কর্পোরেশন এবং চীনে বাংলাদেশ দুতাবাসের যৌথ উদ্যোগে এবারকার এই পযর্টন মেলা আয়োজিত হয়।

চীন শ্রীলংকার সঙ্গে সার্বিক সহযোগিতামূলক অংশীদারী সম্পর্ক ত্বরান্বিত করতে ইচ্ছুক

চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও ২৬ জুন পেইচিংয়ে সফররত শ্রীলংকার সংসদের স্পীকার লোকুবান্দারার সঙ্গে বৈঠককালে বলেছেন, চীন শ্রীলংকার সঙ্গে ঐতিহ্যিক মৈত্রী সম্প্রসারণ করে বাস্তব সহযোগিতা চালিয়ে দু'দেশের সার্বিক সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ককে আরো ত্বরান্বিত করতে ইচ্ছুক।

উ পাং কুও বলেছেন, চীনা পক্ষ শ্রীলংকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দেয়। তাইওয়ান, তিব্বত ও মানবাধিকার সমস্যায় শ্রীলংকা যে বরাবরই চীনকে সমর্থন করে চীন পক্ষ তার প্রশংসা করে।

লোকুবান্দারা বলেছেন, শ্রীলংকা চীনের সমর্থন ও সাহায্যের ধন্যবাদ জানাচ্ছে। তিনি আশা করেন দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরো সুসংবদ্ধ হবে।

সার্কের সদস্য রাষ্ট্রগুলো শুল্ক কমাতে শুরু করেছে

দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থাসার্কের সদস্য রাষ্ট্রগুলোর স্বাক্ষরিত " দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি" অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা , ভূটান ও মালদ্বীপ ১ জুলাই থেকে পরস্পরের শুল্ক কমিয়ে দিচ্ছে । নেপাল ১ আগষ্ট থেকে শুল্ক কমাতে শুরু করবে ।

কাঠমান্ডুতেঅবস্থিত সার্কের সচিবালয় সূত্রে জানাগেছে , তারা সার্ক সদস্য রাষ্ট্রগুলোর কাছে শুল্ক কমানোর বিজ্ঞপ্তি পাঠিয়েছে । এথেকে প্রমাণিত হয়েছে যে , দক্ষিণ এশিয়া মুক্তবাণিজ্য অঞ্চল পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ।

২০০৪ সালের জানুয়ারী মাসে সার্কের ৭টি সদস্য দেশের নেতারা " দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য অঞ্চল চুক্তি"স্বাক্ষর করেন ।

ভারতের সাবেক প্রধানমন্ত্রীর হত্যাকান্ড সম্পর্কে এল টি টি ই'র ক্ষমা প্রত্যাখ্যান করে

শ্রীলংকার তামিল ইলাম টাইগার মুক্তি সংস্থার প্রধান প্রতিনিধি এ্যাতোন বালাসিংহাম ২৭ জুন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিভ গান্ধীর হত্যাকান্ড সম্পর্কে ভারত সরকারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। কিন্তু ভারত একইদিন এই সংস্থার ক্ষমা গ্রহণ করতে অস্বীকার করেছে।

এ্যাতোন বালাসিংহাম একইদিন তথ্যমাধ্যমকে সাক্ষত্কার দেয়ার সময়ে বলেছেন, রাজিভ গান্ধীর হত্যাকান্ড হচ্ছে একটি ঐতিহাসিক দুঃখজনক ঘটনা। তারা এর জন্যে দুঃখ প্রকাশ করছে। তিনি আশা করেন, ভারত সরকার চলতি ঘটনা ভুলে যেতে পারে। তিনি আরো বলেছেন, এল টি টি ই আশা করে, ভারত শ্রীলংকার শান্তিপূর্ণ প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করবে এবং কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে শ্রীলংকা সরকারের সঙ্গে আলোচনার ক্ষেত্রকে সমন্বয় করবে।

ভারতের কূটনৈতিক বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রী আনন্দ শর্মা বলেছেন, এল টি টি ই যে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজিভ গান্ধীরকে হত্যা করেছে ভারতীয় জনগণ তা কখনও ভূলবেনা। "তাদেরকে ক্ষমা করার অর্থ সন্ত্রাসী, বলপ্রয়োগ ও রাজনৈতিক হত্যাকান্ডেরস্বীকৃতি দেয়া। আনন্দ শর্মা আরো বলেছেন, ভারত বরাবরই শ্রীলংকার শান্তি, স্থিতিশীলতা ও ঐক্য সমর্থন করে, কিন্তু ভারত শ্রীলংকার শান্তি প্রক্রিয়ায় সরাসরি অংশ নেবে না।

যুক্তরাষ্ট্রের সিনেটের কূটনৈতিক সম্পর্ক কমিটিতে'মার্কিন-ভারত বেসামরিক পারমাণবিক শক্তিসম্পদ

২৯ জুন মার্কিন সিনেটের কূটনৈতিক সম্পর্ক কমিটিতে ভোট নেয়ার ফলে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে স্বাক্ষরিত বেসামরিক পারমাণবিক শক্তিসম্পদের সহযোগিতা সংক্রান্ত চুক্তি গৃহীত হয়েছে । চুক্তির পক্ষে ১৬ ও বিপক্ষে ২ ভোট পড়ে ।

এই বছরের মার্চ মাসে মার্কিন প্রেসিডেন্ট বুশ ভারত সফরকালে , গত বছরের জুলাই মাসে দু'দেশের সরকারের বেসামরিক পারমাণবিক শক্তিসম্পদ ক্ষেত্রের সার্বিক সহযোগিতা প্রসঙ্গে স্বাক্ষরিত যৌথ বিবৃতির ভিত্তিতে মার্কিন-ভারত বেসমারিক পারমাণবিক শক্তিসম্পদ সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন । এই চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ভারতকে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি ও জ্বালানি দেবে । কিন্তু এর পূর্বশর্ত হচ্ছে ভারতকে তাঁর বেসামরিক পারমাণবিক পরিকল্পনা ও সামরিক পারমাণবিক পরিকল্পনা আলাদা করতে হবে ।

ভারত এখনও 'পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তি' স্বাক্ষর করে নি । সংশ্লিষ্ট আইন অনুযায়ী যুক্তরাষ্ট্র যে সব দেশ 'পারমাণবিক অস্ত্রের অবিস্তার চুক্তি' স্বাক্ষর করে নি সেই সব দেশের কাছে পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর করতে পারবে না । এর জন্যে ' মার্কিন -ভারত বেসামরিক পারমাণবিক শক্তিসম্পদ চুক্তি' মার্কিন কংগ্রেসের যাচাই করার সময়ে অনেক সন্দেহ ও সমালোচনা পেয়েছে ।

রাইস ও কাসুরী সন্ত্রাসদমন নিয়ে মতবিনিময় করেছেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রাইস ২৭ ও ২৮ জুন পাকিস্তান সফর করেছেন। তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কাসুরীর সঙ্গে সন্ত্রাস দমন ইত্যাদি সমস্যা নিয়ে মতবিনিময় করেছেন ।

বৈঠকের পর অনুষ্ঠিত এক সম্মিলিত সংবাদ সম্মেলনে কাসুরী বলেছেন , তালিবানের সশস্ত্রব্যক্তি ও আল কায়দা সংস্থার সহিংস তত্পরতা ঠেকানোর জন্য পাকিস্তান আফগানিস্তান সংলগ্ন অঞ্চলে আরো দশ হাজার সৈন্য পাঠাবে । রাইস বলেছেন , যুক্তরাষ্ট্র সন্ত্রাসদমনে পাকিস্তান সরকারের প্রচেষ্টাকে সমর্থন করে । তবে তালিবান সশস্ত্র শক্তি ও আল কায়দা সংস্থাকে নির্মুল করার জন্য পাকিস্তান , আফগানিস্তান ও যুক্ত রাষ্ট্রকে মিলিতভাবে ব্যবস্থা নিতে হবে ।

মার্কিন সরকার পাকিস্তানকে এফ-১৬ জঙ্গী বিমান বিক্রী করার অনুমোদন দিয়েছে

মার্কিন সরকার সম্প্রতি স্বদেশের অস্ত্র ব্যবসায়ীদের মাধ্যমে পাকিস্তানকে ১৮টি এফ-১৬ জেট জঙ্গী বিমান বিক্রী করার সিদ্ধান্ত নিয়েছে। খবরে প্রকাশ, সরকারের এই সিদ্ধান্তঅনুমোদন করা যায় কিনা মার্কিন কংগ্রেসে ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বুশ ২৮ জুন কংগ্রেসের সদস্যদেরকে এই সিদ্ধান্ত অবহিত করেছেন। জানা গেছে, পাকিস্তানকে১৮টি এফ-১৬ জেট জঙ্গী বিমান বিক্রী করা ছাড়াও, এই সিদ্ধান্তের মধ্যে আরো রয়েছে, পাকিস্তান আরো জঙ্গী বিমান কিনতে চাইলে যুক্তরাষ্ট্র তাকে আরো ১৮টি এফ-১৬ জঙ্গী বিমান কেনার অনুমতি দেবে, ২৬টি জঙ্গী বিমান মেরামত করার ব্যাপারে পাকিস্তানকেসাহায্য করবে এবং তাকে রীয়ার সার্ভিসসহ সমর্থন যুগিয়ে দবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, পাকিস্তান হচ্ছে যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন অংশীদার, তবে ন্যাটোর মিত্র দেশ নয়। পাকিস্তানকে জঙ্গী বিমান বিক্রী করা হচ্ছে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারী সম্পর্কের সম্প্রসারণের একটি অংশ এবং তা দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক ক্ষেত্রে মার্কিন স্বার্থ বাড়ানোর অনুকূল।

জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রথম অধিবেশন জেনিভায় সমাপ্ত

জাতিসংঘ মানবাধিকার পরিষদের দুসপ্তাহব্যাপী প্রথম অধিবেশন ৩০ জুন জেনিভায় সমাপ্ত হয়েছে।

অধিবেশনে আগামী এক বছরে জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যক্রম নির্ধারিত হয়েছে এবং ১৩টি দলিলপত্র গৃহীত হয়েছে।

এবারকার অধিবেশনে আগেকার মানবাধিকার কমিটির ব্যবস্থা ও কর্মকান্ডের পর্যালোচনা ও প্রয়োজনীয় সংস্কার করা, ভবিষ্যতে চুক্তি ও ধরণ নিশ্চিত করা এবং জাতিসংঘ মানবাধিকারের উন্নয়ন ত্বরান্বিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অধিবেশন সিদ্ধান্ত নিয়েছে যে, দুটো কর্মগ্রুপ প্রতিষ্ঠা করবে এবং আগেকার মানবাধিকার কমিটির সকল সংস্থা আরো এক বছর কাজ করবে।

অধিবেশনে গৃহীত ১৩টি দলিলপত্রের বিষয়বস্তু হচ্ছেঃ আদিবাসীদের অধিকার, উন্নয়ন অধিকার, ফিলিস্তিনে মানবাধিকার অবস্থা, জিম্মী ইত্যাদি সমস্যা।

আন্তর্জাতিক সমাজ ফিলিস্তিন-ইস্রাইল উত্তেজনাসংকুল পরিস্থিতির উপর মনোযোগ দিচ্ছে

১ জুলাই ভোরবেলায় , ইস্রাইলী সৈনিককে গ্রেপ্তারকারী তিনটি ফিলিস্তিনীসশস্ত্র সংস্থা বিবৃতি দিয়ে ইস্রাইলের কারাগারে বন্দী১০০০ ফিলিস্তিনীকে মুক্তি দেয়ার এবং গাজা অঞ্চলে তাদের সামরিক তত্পরতা বন্ধ করার দাবী জানিয়েছে । কিন্তু ইস্রাইল তাদের এই দাবী প্রত্যাখ্যান করেছে ।

৩০ জুন মধ্য রাতে ফিলিস্তিনী সশস্ত্রসংস্থা আল-আক্সা ব্রিগেড ঘোষণা করেছে যে , তারা জর্দান নদীর পশ্চিম তীরে আরও একজন ইস্রাইলী সৈন্যকে গ্রেপ্তার করেছে । যদি ইস্রাইল ফিলিস্তিনের উপর তার সামরিক হামলা বন্ধ না করে , তাহলে তারা সৈন্যটিকে ফাঁসি দেবে ।

একই সময়ে আন্তর্জাতিক সমাজ অব্যাহতভাবে ফিলিস্তিন-ইস্রাইলী পরিস্থিতির উপর নজর দিচ্ছে ।৩০ জুন মধ্যপ্রাচ্য সমস্যা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরী অধিবেশনে নিরাপত্তা পরিষদের বেশির ভাগ সদস্য দেশ ইস্রাইল ও ফিলিস্তিনের উদ্দেশ্যে সংলাপের মাধ্যমে সংকট নিরসন করার আহবান জানিয়েছে । তাছাড়া , ইস্রাইল সফররত চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষদূত সুন বিকান সংশ্লিষ্ট পক্ষের কাছে যততাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তারকৃত লোকদে মুক্ত করার আহবান জানিয়েছেন এবং বৈরিতার অবনতি এড়ানোর জন্যে ফিলিস্তিন ও ইস্রাইল দুপক্ষকে সংযম বজায় রাখতে তাগিদ দিয়েছেন ।