আপনি এই কল্পনা করতে পারেন? ২০০৮ সালে পেইচিং ওলিম্পিক গ্যামসের সময়ে সকালে বের হওয়ার আগে আপনি ইন্টারনেটে সড়কের সর্বশেষ তথ্য সংগ্রহ করে স্টেডিয়ামে যাওয়ার সবচেয়ে সুবিধা পথ বেছে নিয়ে খেলা দেখতে যাবেন। দুপুরে বিশ্রাম নেয়ার সময়ে মোবাইলের মাধ্যমে ক্রীড়া খবর দেখবেন এবং যে খেলা দেখার সময় না পেলে মোবাইলে সংরক্ষণ করবেন যাতে পরে দেখতে পারেন। এ সব হাই-টেক পণ্য সবেমাত্র নবম পেইচিং আন্তর্জাতিক হাই-টেক মেলায় প্রদর্শিত হয়েছে। এমন মেধাবি ও সুবিধাজনক পণ্য এবার মেলায় আরো অনেক আছে।
চীনের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞান ক্ষেত্রের মেলা হিসেবে মে মাসের শেষ দিকে আয়োজিত পেইচিং নবম হাই-টেম মেলায় যুক্তরাষ্ট্র, জার্মানী, অস্ট্রিয়া, হোল্যান্ড, রাশিয়া ইত্যাদি ২০টিরও বেশি দেশ ও আঞ্চলের ২০০০টিরও বেশি শিল্পপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। প্রদর্শিত পণ্যের মধ্যে চীনের নিজের উদ্ভাবন করা পণ্যগুলো অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। শুরুতে আমরা যে মেধাবী যোগাযোগ ব্যবস্থার কথা বলেছি, তা সুগুলোর অন্যতম। এই ব্যবস্থার গবেষণাকারী, থিয়েন তি হুই লিয়েন কম্পানির বাজার বিভাগের পরিচালক ইয়াং কেং বলেছেন:
"২০০৮ সালে ওলিম্পিক চলাকালে আমরা কিছু স্টেডিয়াম ও প্রধান প্রধান সড়কের চৌরাস্তায় এই রকম তত্ত্বাবধান ব্যবস্থা চালু করবো, যাতে সবাই ইন্টারনেটের মাধ্যমে এ সব জায়গার যোগাযোগ অবস্থা জানতে পারেন। এভাবে তাদের বের হওয়ার অনেক সুবিধা হবে।"
টেলিভিশন-মোবাইল, সংগীত মোবাইল ইত্যাদিও এবারের মেলার এক আকর্ষণীয় বিষয়। পেইচিং তা ছেং উ সিয়েন কম্পানি টেলিভিশন অনুষ্ঠান সংরক্ষণকারী এক রকম মোবাইল প্রদর্শন করেছে। এই মোবাইলের সামর্থ্য বহুমূখী হলেও দাম শুধু ৩০০০ ইউয়ান। এই কম্পানির একজন মেনেজার সিং ইয়ুই বলেছেন:
"আমাদের কম্পানির ধারণা হলো একটি সস্তা, তবে সুবিধাজনক মোবাইল উদ্ভাবন করা। এই মোবাইলের মাধ্যমে টেলিভিশন অনুষ্ঠান দেখে কোনো ফি দিতে হবে না। ২০০৮ সালে যে কোনো সময়ে আপনি মোবাইলের মাধ্যমে অনুষ্ঠান দেখতে পারবেন।"
পেইচিংয়ের একটি বিজ্ঞাপন কম্পানির কর্মী মিস চিয়াং লিং এই মোবাইল কেনার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি বলেছেন:
"এই মোবাইল ভালো। আগে এই ধরণের মোবাইল দেখিনি। দামও বেশি নয়। তা বাজারে পাওয়া গেলে আমি একটি কিনবো।"
হোলিউড ছবিতে আমরা দেখেছি যে প্রধান চরিত্র কোড ছাড়া শুধু মুখ দেখিয়ে কোম্পিউটার খোলা যাবে। এবারের হাই-টেক মেলায় লেনোভোর উদ্ভাবিত কম্পিউটার মানুষের মুখ সনাক্ত করতে পারে। লেনোভোর একজন কর্মী ওয়াং হু বলেছেন:
"এই কম্পিউটারে একটি নতুন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। তা আরো নিরাপদ হবে এবং আমাদের জন্য আরো স্থিতিশীল ও নিরাপদ ব্যবহারের পরিবেশ সৃষ্টি করতে পারবে।"
বর্তমানে তেলের দাম বার বার উঠে যাচ্ছে। তেলের বদলে, আরো সুবিধাজনক ও দুষণমুক্ত জ্বালানি আবিষ্কারের জন্যে বিভিন্ন দেশ প্রচেষ্টা চালাচ্ছে। এ ক্ষেত্রে পেইচিংয়ের লি শি কুয়াং মিং মোটর গাড়ি কম্পানি একটি মিনি বৈদ্যুতিক গাড়ি দেখিয়েছে। এই গাড়িতে দু'জনের আসন আছে। ৫ ঘন্টা ধরে বিদ্যুত রিচাজ করলে গাড়িটি ২৬০ কিলোমিটার চলতে পারে। এই গাড়ি এখন পাইকারীবাবে উত্পাদিত হচ্ছে এবং অবিলম্বে বাজারে পাওয়া যাবে।
দর্শকদের মধ্যে সুই চিং নামক একজন মহিলা এই গাড়ির প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন:
"আমি মনে করি এই গাড়ি বেশ ভাল। তা চালালে টাকার সাশ্রয় হবে। তার ক্লাচ নেই বলে আমার জন্য সুবিধাজনক।"
২০০৮ পেইচিং ওলম্পিকের সময়ে আরো সবুজ পরিবেশ সৃষ্টি করার জন্য বায়ু বিশুদ্ধ ও দুষণমুক্ত এবং পরিবেশ সহায়ক বহু পণ্য এবারকার মেলায় প্রদর্শিত হয়েছে। যেমন নানোমিটার প্রযুক্তিগত স্ব-পরিস্কার কাঁচ। এই কাঁচ নিজেই গাড়ির নিঃসৃত গ্যাস ও তেল ইত্যাদি পদার্থ দূরীভূত করতে পারে। তাতে কাঁচ পরিষ্কারের অনেক পরিশ্রম কমিয়ে আনা যায়। তা পরিবেশের জন্যও ভালো।
এই মেলা থেকে আমরা দেখতে পারি যে, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের জীবনের মানোন্নয়নে কি রকম ভূমিকা পালন করছে।
|