সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির এক অধিবেশনে "খসড়া মাদক নিষিদ্ধকরণ আইন" নিয়ে আলোচনা করা হয়েছে এবং নীতিগতভাবে তা গৃহীত হয়েছে । এই খসড়া আইন সংশোধনের পর চীনের আইন প্রণয়ন সংস্থার কাছে পেশ করা হবে ।
চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও পেইচিংয়ে আয়োজিত এই অধিবেশনে সভাপতিত্ব করেন । অধিবেশনে এই অভিমত প্রকাশ করা হয়েছে যে, মাদক নিষিদ্ধকরণের কাজ দেশ ও জাতির অস্তিত্বের সঙ্গে জড়িত । গত কয়েক বছরে চীনের মাদক নিষিদ্ধকরণের কাজ অত্যন্ত গুরুতর পরিস্থিতির সম্মুখীন হচ্ছে । বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে মাদক নিষিদ্ধকরণ সম্পর্কে একটি বিশেষ আইন প্রণয়ন একান্ত প্রয়োজন হয়ে পড়েছে , যাতে মাদক দ্রব্যজনিত অপরাধ নিবারণ ও তার শাস্তি দানের জন্যে আইগত নিশ্চয়তা বিধান করা যায় ।
জানা গেছে, এই খসড়া মাদক নিষিদ্ধকরণ আইনে এই সংক্রান্ত কাজের নীতি ও কার্যপ্রণালী , মাদক দ্রব্য নিয়ন্ত্রণ , মাদক মুক্তকরণ , এই সংক্রান্ত আন্তর্জাতিক সহযোগিতা এবং আইনগত দায়-দায়িত্ব অন্তর্ভুক্ত করা হয়েছে ।
|