১ জুলাই মধ্য-প্রাচ্য সমস্যা বিষয়ক চীনের বিশেষ দূত সুন বি কান রামাল্লায় বলেছেন, চীন ফিলিস্তিন স্বশাসন সরকারের উদ্দেশ্যে আন্তর্জাতিক সমাজের যৌক্তিক দাবির প্রতি সক্রিয়ভাবে সাড়া দেয়ার আহ্বান জানিয়েছেন, যাতে বর্তমান অভ্যন্তরীণ ও বৈদেশিক সংকট সমাধান করা যায়।
তথ্য মাধ্যমকে সাক্ষাত্কার দেয়ার সময় তিনি বলেন, ফিলিস্তিনের আইন প্রণয়ন কমিটির নির্বাচনে হামাসের বিজয় হচ্ছে ফিলিস্তিনের জনগণের বাছাই। এর প্রতি চীন সম্মান করে। কিন্তু তিনি বলেন, চীন আশা করে, ফিলিস্তিনীরা সংকটময় অবস্থার উন্নতি করতে পারবে।
তিনি বলেন, চীন শান্তি, স্থিতিশীল ও সমৃদ্ধ মধ্য প্রাচ্য দেখতে ইচ্ছুক। মিলিত প্রচেষ্টায় চীনও আন্তর্জাতিক সমাজের সঙ্গে মধ্য-প্রাচ্যের শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করবে। চীন আরবের জনগণের সঙ্গে সঙ্গে ইসরাইলের জনগণেরও বন্ধু। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদেশ হিসেবে, ফিলিস্তিন ও ইসরাইল সমস্যায় চীন গুরুত্বপূর্ণ ও বিশেষ ভূমিকা পালন করতে পারে।
|