আফগান সামরিক পুলিশ ও আফগানিস্তানে মোতায়েন যৌথবাহিনী ১ জুলাই দক্ষিণ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে তালিবানের ১২ সশস্ত্র ব্যক্তিকে হত্যা করেছে ।
পুলিশ বলেছে , এক দল সশস্ত্রতালিবান ব্যক্তি ১ জুলাই আফগানিস্তানের পুলিশবাহিনী ও আফগানিস্তানে মোতায়েন যৌথবাহিনীর হেলমান্দ প্রদেশের সাগিন শিবিরের উপর হামলা চালায় । তারপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথবাহিনী সাগিন অঞ্চলে সরকার বিরোধী সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে তীব্র লড়াই চালিয়েছে । দু-ঘন্টা স্থায়ী গুলিবিনিময়ে তালিবানের ১২জন সশস্ত্র ব্যক্তি ও ২ জন বৃটিশ সৈন্য মারা যায়।
এখন হেলমান্দ প্রদেশে বৃটেনের মোট ২০০০ সৈন্য মোতায়েন রয়েছে । এ বছরের এপ্রিল মাসে বৃটিশবাহিনী হেলমান্দ প্রদেশে প্রবেশ করার পর মোট ৫জন বৃটিশ সৈন্য মারা গেছে ।
|