মার্কিন মহাশূণ্য ব্যুরো শনিবার বিকেলে কেনিডি মহাশূণ্য কেন্দ্রে ঘোষণা করেছে , আবহাওয়ার কারণে "ডিসকভারি" নভোযান নির্ধারিত সময়ের ২৪ ঘন্টার পর উত্ক্ষেপন করা হবে । শনিবার বিকেলে এই নভোযান উত্ক্ষেপনের কথা ছিল ।
জানা গেছে, শনিবার ফ্লোরিডা অংগরাজ্যের আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল ছিল । মার্কিন মহাশূণ্য ব্যুরো নির্ধারিত সময়ের দশ বারো মিনিটের আগে শনিবারের উত্ক্ষেপনের পরিকল্পনা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে । রোববার এই নভোযান উত্ক্ষেপনের নতুন সময় ধার্য করা হয়েছে ।
মোট ৭জন সদস্য এবারের অভিযাত্রায় অংশ নেবেন । তারা প্রধানত সংস্কৃত নভোযানটির নিরাপত্তার গুণ পরীক্ষা করবেন এবং আন্তর্জাতিক মহাশূণ্য কেন্দ্রের জন্যে প্রয়োজনীয় জিনিস পাঠাবেন । তাছাড়া একজন সদস্য মহাশূণ্য কেন্দ্রে থেকে কাজ করবেন ।
|