১ জুলাই চীনের বিখ্যাত ছিংহাই-তিব্বত রেল পথ চালু হয়েছে। চীনের মূল-ভূভাগ, হংকং, ম্যাকাও ও তাইওয়ানের তথ্য মাধ্যম এর উচ্চ প্রশংসা করেছে।
একই দিন পিপলস ডেইলি পত্রিকা প্রকাশিত সম্পাদকীয় ভাষ্যে বলা হয়েছে, ছিংহাই-তিব্বত রেল পথ প্রতিষ্ঠা হচ্ছে বহু প্রজন্মের চীনাদের আশা-আকাঙক্ষা এবং চীনের আর্থ-সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এক লক্ষেরও বেশী স্থপতি বহু সংকট কাটিয়ে পার্বত্য অঞ্চলে ছিংহাই-তিব্বত রেল পথ প্রতিষ্ঠা করেছেন। এর মর্ম হচ্ছে ১৩০ কোটি চীনা সামনে এগিয়ে চলেছে।
তাইওয়ানের তথ্য মাধ্যম বলেছে, ছিংহাই-তিব্বত রেল পথ ছিংহাই, তিব্বতের অর্থনীতির উন্নয়নের জন্য ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে।
হংকংয়ের শাংপাও পত্রিকার খবরে বলা হয়েছে, হংকংয়ের পর্যটন শিল্পের অনুমান অনুযায়ী, ছিংহাই-তিব্বত রেল পথ চালু হওয়ার পর, তিব্বতে হংকংয়ের পর্যটকের সংখ্যা ২০ শতাংশ বাড়বে।
ম্যাকাও ডেইলি পত্রিকা বলেছে, তিব্বতের রেল পথ ও পরিবহনের জোরালো উন্নয়নের সঙ্গে সঙ্গে তিব্বত ও দক্ষিণ-পশ্চিম চীনের প্রতিবেশীদের আদান-প্রদান ও যোগাযোগ আরো ঘনিষ্ঠ হবে।
|