১ জুলাই হচ্ছে মাতৃভূমির কোলে হংকংয়ের ফিরে আসার নবম বার্ষকী । প্রায় ৫০ হাজার হংকংবাসী এই উপলক্ষে আয়োজিত ভ্রাম্যমান শোভাযাত্রায় অংশ নিয়েছেন । শোভাযাত্রায় সম্প্রীতি ও আনন্দে ভরপুর ছিল । ১ জুলাই সকাল ৮টায় হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার যথাযোগ্য মর্যাদার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠান আয়োজন করে । চেং ইন ছুয়ান সহ বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের যাবতীয় পদস্থ কর্মকর্তা , বিভিন্ন মহলের বিশিষ্ট অতিথি ও জনসাধারণ সমেত প্রায় ২ হাজার লোক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
এই উপলক্ষে আয়োজিত এক উদযাপনী অভ্যর্থনা অনুষ্ঠানে চেং ইন ছুয়ান বলেছেন , মাতৃভূমির কোলে ফিরে আসার পর গত ৯ বছরে হংকং " এক দেশ, দুই ব্যবস্থা" নীতি কার্যকরীকরণের পথে চ্যালেঞ্জ ও বাধাবিঘ্নের সম্মুখীণ হয়েছে ,
তবে সাফল্যও অর্জন করেছে । তিনি বলেছেন , হংকংয়ের অর্থনীতি এখন আবার বৃদ্ধির সময়পর্বে প্রবেশ করেছে । হংকংবাসীদের এই সুযোগের সদ্ব্যবহার করে অর্থনীতির আরো উন্নতি করতে হবে ।
|