১ জুলাই চীনে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশের আমদানি শুল্কহার আরো কমানো হয়েছে । এই পর্যন্ত বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হওয়ার পর গাড়ি ও যন্ত্রাংশের আমদানি শুল্কহার কমানোর প্রতিশ্রুতি চীন সব বাস্তবায়ন করেছে । চীনের গাড়ি বাজার সার্বিকভাবে উন্মুক্ত হয়েছে ।
বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হওয়ার পাঁচ বছরে চীন পর পর ছয় বার গাড়ির আমদানি শুল্কহার কমিয়েছে । বর্তমানে ছোট গাড়ির আমদানি শুল্কহার ২৫ শতাংশ হয়েছে , গাড়ির যন্ত্রাংশের আমদানি শুল্কহার ১০ শতাংশে কমেছে ।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী উই চিয়ান কুও বলেছেন , বর্তমানে চীনের গাড়ি বাজারে ৩ শতাংশ বিদেশি গাড়ি । সম্প্রতিক বছরগুলোতে চীনের নিজে তৈরি গাড়ির মান উন্নত হচ্ছে , ফলে গাড়ি বাজার উন্মুক্তকরণ দেশে তৈরি গাড়ির জন্য নেতিবাচক প্রভাব ফেলবে না ।
|