৩০ জুন জেনিভায় প্রকাশিত জাতিসংঘের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, উন্নয়নমুখী দেশগুলোর আরো অবাধে নিজের বাস্তব অবস্থার সঙ্গে সংগতিপূর্ণ অর্থনৈতিক সংস্কার নীতি তৈরী করা উচিত, যাতে অর্থনীতির স্থিতিশীল বৃদ্ধি ও বিশ্বের আয়ের ব্যবধান কমানো অনুকূল হয়।
রিপোর্টে বলা হয়েছে, বিশ্বের আয়ের ব্যবধানএখনও গুরুতর এবং তা সম্প্রসারিত হবার প্রবণতা রয়েছে। এর প্রধান কারণ হচ্ছে গত ৫০ বছরে শিল্পোন্নত দেশের আয় স্থিতিশীলভাবে বেড়েছে। কিন্তু বহু উন্নয়নমুখী দেশগুলো এটা করতে পারে নি। সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভারত ইত্যাদি অল্পসংখ্যক উন্নয়নমুখী দেশের অর্থনীতি দ্রুত উন্নয়ন হওয়ার ছাড়া, অন্যান্য উন্নয়নমুখী দেশের অর্থনীতি ব্যাপক উন্নয়ন হয় নি।
রিপোর্টে আরো বলা হয়েছে, দ্রুত ও বিরাটাকারের সংস্কার অবশ্যই অর্থনীতির বৃদ্ধির অনুকূল নয়। চীন ও ভিয়েতনামের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে, স্থিতিশীল ও ধাপে ধাপে সংস্কার নীতি বলবত্ করা অর্থনীতির নিরন্তর বৃদ্ধির জন্য কার্যকর।
|