১ জুলাই ভোরবেলায় , ইস্রাইলী সৈনিককে গ্রেপ্তারকারী তিনটি ফিলিস্তিনীসশস্ত্র সংস্থা বিবৃতি দিয়ে ইস্রাইলের কারাগারে বন্দী১০০০ ফিলিস্তিনীকে মুক্তি দেয়ার এবং গাজা অঞ্চলে তাদের সামরিক তত্পরতা বন্ধ করার দাবী জানিয়েছে । কিন্তু ইস্রাইল তাদের এই দাবী প্রত্যাখ্যান করেছে ।
৩০ জুন গাজা অঞ্চলে ইস্রাইলীবাহিনীরসামরিক তত্পরতা সম্পর্কে ফিলিস্তিনস্বশাসন সরকারের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াহ বলেছেন , ইস্রাইলীবাহিনীর ফিলিস্তিনস্বশাসন সরকার উচ্ছেদ করার অপপ্রয়াস সফল হবে না ।
তিনি বলেছেন , ইস্রাইলিবাহিনী ফিলিস্তিনের বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তার করলেও ফিলিস্তিন স্বশাসন সরকার অব্যাহতভাবে কাজ চালিয়ে যাবে ।
একই দিন মধ্য রাতে ফিলিস্তিনী সশস্ত্রসংস্থা আল-আক্সা ব্রিগেড ঘোষণা করেছে যে , তারা জর্দান নদীর পশ্চিম তীরে আরও একজন ইস্রাইলী সৈন্যকে গ্রেপ্তার করেছে । যদি ইস্রাইল ফিলিস্তিনের উপর তার সামরিক হামলা বন্ধ না করে , তাহলে তারা সৈন্যটিকে ফাঁসি দেবে ।
একই সময়ে আন্তর্জাতিক সমাজ অব্যাহতভাবে ফিলিস্তিন-ইস্রাইলী পরিস্থিতির উপর নজর দিচ্ছে ।৩০ জুন মধ্যপ্রাচ্য সমস্যা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরী অধিবেশনে নিরাপত্তা পরিষদের বেশির ভাগ সদস্য দেশ ইস্রাইল ও ফিলিস্তিনের উদ্দেশ্যে সংলাপের মাধ্যমে সংকট নিরসন করার আহবান জানিয়েছে । তাছাড়া , ইস্রাইল সফররত চীনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষদূত সুন বিকান সংশ্লিষ্ট পক্ষের কাছে যততাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তারকৃত লোকদে মুক্ত করার আহবান জানিয়েছেন এবং বৈরিতার অবনতি এড়ানোর জন্যে ফিলিস্তিন ও ইস্রাইল দুপক্ষকে সংযম বজায় রাখতে তাগিদ দিয়েছেন ।
|