পর্যবেক্ষক হিসেবে গাম্বিয়ায়আফ্রিকা ইউনিয়নের সপ্তম শীর্ষসম্মেলনে অংশগ্রহনকারী প্রতিনিধি দল ৩০ জুন বলেছে, নভেম্বর মাসে চীনের পেইচিংয়ে অনুষ্ঠিতব্য চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক কাজে আফ্রিকান দেশগুলোর সক্রিয় অংশ গ্রহনকে চীন স্বাগত জানায় ।
প্রতিনিধি দলের সদস্য , চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকান বিভাগের উপপ্রধান কু সিয়াওচিয়ে বলেছেন , এবছর চীন ও আফ্রিকান দেশগুলোর মধ্যে কুটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী । চীন পেইচিংয়ের শীর্ষ সম্মেলনকে অত্যন্তু গুরুত্ব দেয় । বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ সার্বিকভাবে শুরু হয়েছে । আফ্রিকান দেশগুলোর সঙ্গে আলাপ পরামর্শ করার জন্যে চীন উপযুক্ত সময়ে আফ্রিকায় দল পাঠাবে এবং আফ্রিকান দেশগুলোর প্রতিনিধি দলকে চীনে আসতে স্বাগত জানায় ।
তিনি জানান যে , চীনের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক রয়েছে এমন ৪৭টি আফ্রিকান দেশের নেতাকে চীন আমন্ত্রণ জানিয়েছে । বেশির ভাগ দেশের নেতারা শীর্ষ সম্মেলনে অংশ নেবেন বলে জানা গেছে ।
|