১ জুলাই ম্যাকাও ডেইলী পত্রিকার সম্পাদকীয় ভাষ্যে বলা হয়েছে , ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ায় দক্ষিণ-পশ্চিম চীনের প্রান্তে অবস্থিত তিব্বত আর্থ-সামাজিক সার্বিক ও স্থিতিশীল উন্নয়নের নতুন সময়পর্বে প্রবেশ করেছে ।
সম্পাদকীয়টিতে মনে করা হয়েছে , রেলপথটি চালু হওয়ার আগে তিব্বত চীনে এক মাত্র রেলপথবিহিনী অঞ্চল ছিল। এটা তিব্বত ও বাইরের সঙ্গে যোগাযোগেগুরুতরভাবে বাধা দিয়েছে । রেলপথটির চালু হওয়া তিব্বতের পর্যটন ও বিভিন্ন জাতির জনগণের আদানপ্রদান জোরদার করবে ।
সম্পাদকীয় প্রবন্ধে প্রশংসা করে বলা হয়েছে যে , ছিংহাই-তিব্বত রেলপথ তিব্বতকে দারিদ্র্য মুক্ত করার এবং জাতীয় সংহতি ও সুপ্রতিবেশীমূলক সম্পর্ক গড়ে তোলার এক সোনালী পথ ।
|