চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান উ পাং গুওয়ের আমন্ত্রণে ভারতীয় সংসদের লোক সভার স্পীকার সোমনাথ চ্যাটার্জীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আগামী ৩ থেকে ৮ জুলাই পযন্র্ন্ত চীন সফর করবেন ।
১৯৫০ সালের এপ্রিল মাসে চীন আর ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। সাম্প্রতিক বছরগুলোতে দু'দেশের সম্পর্কের সুষ্ঠু উন্নতি হয়েছে। গত বছর দ্বিপাক্ষীক বাণিজ্যিক লেনদেন ১৮.৭ বিলিয়ন মার্কিন ডলারে দাড়িয়েছে তা ২০০৪ সালের তুলনায় ৩৭ শতাংশ বেশী । ২০০৬ সাল হল ' চীন-ভারত মৈত্রী' বর্ষ। দু' দেশ যৌথভাবে প্রায় ৪০টি উদযাপন কর্মসূচীর আয়োজন করবে।
|