সিনহুয়া বার্তা সংস্থার একটি খবরে বলা হয়েছে , পরবর্তী পাঁচ বছরে চীন পশ্চাদপদ লৌহ ইস্পাত কারখানাগুলোর প্রায় দশ কোটি টন ইস্পাত ও লোহার উত্পাদন বন্ধ করবে । চীন পৃথিবীর বৃহতম ইস্পাত ও লোহা উত্পাদন ও ব্যবহারকারী দেশ । গত দু বছরে চীনের লৌহ ইস্পাত উত্পাদনে অন্ধভাবে বিনিয়োগ ও উত্পাদন ক্ষমতার উদ্বৃত্তির সমস্যা দেখা দিয়েছে । চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটি ৩০ জুন বলেছে , পরবর্তীকালে চীন ইস্পাত ও লোহার উত্পাদন পরিমান নিয়ন্ত্রণ করবে । যে সব লৌহ ইস্পাত কারখানার উত্পাদন সরঞ্জাম পশ্চাদপদ, সেই সব কারখানার উত্পাদন বন্ধ করা হবে ।
জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিটি আরো বলেছে , চীনের লৌহ ইস্পাত শিল্পের কাঠামো পুনর্গঠনের কাজ তরান্বিত হবে । পরিকল্পনা অনুসারে চীনে বেশ কয়েকটি কোটি টন পর্যায়ের আন্তর্জাতিক মানসম্পন্ন লৌহ-ইস্পাত শিল্প গোষ্ঠী প্রতিষ্ঠিত হবে ।
|