রাশিয়া চীনের কাছে গ্যাস সরবরাহের জন্য দু'টি পাইপলাইন নির্মাণ করবে। তা নির্মিত হওয়ার পর প্রতি বছর প্রায় ৬৮ বিলিয়ন কিউবিক মিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা যাবে। প্রকল্পটি ২০১১ সালে চালু হওয়ার কথা।
৩০ জুন পেইচিংয়ের রাশিয়ার তথ্য কেন্দ্র এ খবর প্রকাশ করেছে। রাশিয়ার প্রাকৃতিক গ্যাস কোম্পানি এই দুটি পাইপ লাইন নির্মাণের দায়িত্ব নিয়েছে। এই কোম্পানির পরিচালক মিলার একই দিনে রাশিয়ায় বলেছেন, ভবিষ্যতে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের চাহিদা বিরাটভাবে বাড়বে, চীন এর মধ্যে একটি।
বর্তমান চীন রাশিয়া পাইপ লাইনের নির্মাণ কাজ নিয়ে আলোচনা চলছে।
|