চীনের পিপল্সি ডেইলী পত্রিকার এক খবরে বলা হয়েছে , দশ হাজার গ্রামীন ডাক্তার প্রশিক্ষণ পরিকল্পনার কার্যকরীকরণ ২৯ জুন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে । এই পরিকল্পনার প্রধান উদ্দেশ্য হলো পেশাগত প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ ডাক্তারের চিকিত্সার মান উন্নত করা এবং গ্রামাঞ্চলে নতুন ধরনের গ্রামীণ সহযোগিতামূলক চিকিত্সা ব্যবস্থা প্রতিষ্ঠা ও আরো সুসংবদ্ধ করা ।
এই পরিকল্পনার প্রথম প্রশিক্ষণ কোর্স একই দিন পেইচিংয়ে শুরু হয়েছে । দেশের বিভিন্ন জায়গা থেকে আসা এক শ'জন গ্রামীণ ডাক্তার এই প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন ।
চীনের রেডক্রস তহবিল সংস্থার উদ্যোগে আয়োজিত এই পরিকল্পনার প্রধান কাজ হলো তিন বছর থেকে পাঁচ বছরের মধ্যে সরকারী খরচে দশ হাজার দরিদ্র অঞ্চলের গ্রামীন ডাক্তার প্রশিক্ষিত করা । এই প্রশিক্ষণ প্রকল্প চালাতে তিন কোটি ইউয়ান দরকার হবে বলে অনুমান করা হচ্ছে ।
|