v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-30 12:50:49    
উন্নতিশীল চিয়াংসু প্রদেশের গ্রাম

cri

 চীন একটি বড় কৃষি প্রধান দেশ। গ্রামাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন দীর্ঘকাল ধরে শহরাঞ্চলের চেয়ে পিছিয়ে রয়েছে। এমন অবস্থা পরিবর্তনের জন্য চীন সরকার পরবর্তী পাঁচ বছরে গ্রামীণ নির্মাণ পদক্ষেপ দ্রুততর করার প্রস্তাব উত্থাপন করেছে। সম্প্রতি আমাদের সংবাদদাতা পূর্ব চীনের চিয়াংসু প্রদেশে সাক্ষাত্কার নেয়ার সময় জানতে পেরেছেন, সেখানকার গ্রামাঞ্চল সক্রিয়ভাবে উন্নয়ন অঞ্চল প্রতিষ্ঠা করা, শহরায়ন দ্রুত করা প্রভৃতি উপায়ে গ্রামীণ বিকাশ ত্বরান্বিত করছে।

 আমাদের প্রথম ধাপ চিয়াংসু প্রদেশের উত্তরাঞ্চলের কুয়ান নান জেলা। এই জেলা হচ্ছে চীনের শ্রেষ্ঠ তুলার উত্পাদন ঘাঁটি এবং জাতীয় পর্যায়ের প্রাকৃতিক আদর্শ জেলা, তবে সেখানের অর্থনৈতিক বিকাশ এখনো মন্থর। স্থানীয় কর্মকর্তা সুন মিং সংবাদদাতাকে বলেছেন, কৃষিকে গুরুত্ব দেয়া আর বাণিজ্যকে উপেক্ষা করার ঐতিহ্যিক ধারণা হচ্ছে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের বড় বাধা। তিনি বলেছেন, দীর্ঘকাল ধরে কুয়ান নান জেলার অর্থনৈতিক উন্নয়ন অপেক্ষাকৃত মন্থরগতিতে আছে। ২০০২ সালে কুয়ান নান জেলা বিদেশী পুঁজি প্রয়োগ, কৃষকদের মাথাপিছু নিট আয় এবং কর্মচারীদের গড়পরতা বেতন এই তিনটি সূচকের সব ক্ষেত্রেই চিয়াংসু প্রদেশ পিছিয়ে।

                কুয়ান নদী

 কুয়ান নান জেলার পাশে প্রবাহিত কুয়ান নদী স্থানীয় অর্থনৈতিক সম্পদে পরিণত হয়েছে। এই নদী হচ্ছে একটি চমত্কার অভ্যন্তরীণ নদনদীর লাইন, এর পানি খুব গভীর এবং বিস্তৃত। তা ছাড়া কুয়ান নদী আর ১৬০ কিলোমিটার দৈর্ঘ্য তটরেখা আর বহু গভীর পানির জাহাজঘাটার সঙ্গে সংলগ্ন। ফলে স্থানীয় সরকার এমন সুবিধাজনক পরিবহন শর্ত আর জন শক্তির দামের প্রাধান্য কাজে লাগিয়ে এখানে অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।

উন্নয়ন অঞ্চল বিপুল পরিমাণ শিল্পপ্রতিষ্ঠান এবং পুঁজি আকর্ষণ করেছে এবং স্থানীয় অর্থনীতি ও জনগণের জীবনযাপনের মান উন্নত করেছে। এর সঙ্গে সঙ্গে কুয়ান নান জেলার লোকদের কৃষিকে গুরুত্ব দেয়া আর বাণিজ্যকে উপেক্ষা করার ধারণাও বদলাচ্ছে। সেখানে বহু কৃষক কৃষি কাজ না থাকার দিনে কারখানায় কাজ করার অভ্যাস হয়েছে।

 কুয়ান নান জেলার একটি পোশাক কারখানায় সংবাদদাতা দেখেছেন, কর্মচারীরা সুশৃঙ্খলভাবে কাপড় তৈরি করছেন। এই কারখানা বিদেশী কারখানার অর্ডার পেয়ে কাপড় উত্পাদন করে সরাসরি বিদেশে বিক্রি করে। সিয়াও হোং সিয়া নামে একজন নারী কর্মচারী সংবাদদাতাকে জানিয়েছেন, তিন বছর আগে, তিনি জাপানে মজুর ছিলেন। এখন স্বদেশে ফিরে এসে তিনি এই কারখানার উত্পাদন গ্রুপের নেতা হয়েছেন। যদিও একই ধরনের কাজ করেন, আয়ও জাপানের চেয়ে কম, তবে তিনি বর্তমান চাকরীকে বেশি পছন্দ করেন। কারণ হিসাবে তিনি বলেছেন, "বিদেশে থাকলে অবশ্যই আয় একটু বেশি, তবে ভাষা আর চর্চার অসুবিধা আছে। একমাত্র আশা আছে, তা হচ্ছে টাকা অর্জনের পর যথাশীঘ্রই স্বদেশে ফিরে আসি। ফিরে আসার পর দেখেছি যে, আমাদের এই কারখানার পরিচালনা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বর্তমান ব্যবস্থাপনা প্রায় জাপানী কারখানার মতো। "

 কয়েক বছর নির্মাণের পর এখন কুয়ান নান জেলায় শহরাঞ্চল অর্থনৈতিক উন্নয়ন এলাকা এবং উপকূলবর্তী অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে।

 এই মাত্র আমি যে কুয়ান নান জেলার উদাহরণ দিয়েছি, তা হচ্ছে চিয়াংসু প্রদেশের গ্রামাঞ্চল উন্নয়নের একটি ছোট নমুনা মাত্র। চিয়াংসু প্রদেশ চীনের পূর্বাঞ্চলে অবস্থিত, এটা চীনের গ্রামাঞ্চল উন্নয়নের শ্রেষ্ঠ অঞ্চলের অন্যতম। এখানে ভৌগলিক শর্ত ভালো, নদনদী এবং বন্দর বেশি, স্থল পরিবহন নেট প্রচুর, ফলে যথাযথভাবে স্থানীয় সম্পদ এবং বিপুল শ্রম শক্তি কাজে লাগিয়ে ব্যবসায়ী এবং পুঁজি আকর্ষণ করাটা স্থানীয় গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের এক গুরুত্বপূর্ণ উপায়ে পরিণত হয়েছে।

 চিয়াংসু প্রদেশের সুচৌ শিল্প অঞ্চল হচ্ছে চীন আর সিঙ্গাপুর সরকারের স্বাক্ষরিত আন্তর্জাতিক সহযোগিতা প্রকল্প, সেখানের প্রধান শিল্পের মধ্যে অন্তর্ভুক্ত তথ্য প্রযুক্তি, যন্ত্রপাতি, জৈব ঔষধ এবং নতুন নতুন সামগ্রী ইত্যাদি। সুচৌ শিল্প অঞ্চলের প্রশাসনিক কমিটির কার্যালয়ের উপ-পরিচালক ম্যাডাম ইয়াও ওয়েন লেই সংবাদদাতাকে বলেছেন, তাঁরা শিল্প অঞ্চল নির্মাণের সঙ্গে সঙ্গে নিকটবর্তী অঞ্চলের থানা পর্যায়ের শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাঠামো সুবিন্যস্ত করেছেন, আধুনিক গ্রামীণ নগরের বিকাশ ত্বরান্বিত করেছেন। তিনি বলেছেন, "এখন ৯০ শতাংশ কৃষক আধুনিক বাসস্থানে স্থানান্তরিত হয়েছেন। সরকার বৃদ্ধবৃদ্ধা কৃষকদেরকে অবসর বৃত্তি দেয় এবং যুবক যুবতীদেরকে প্রশিক্ষণ দেয়ার পর শিল্পপ্রতিষ্ঠানে চাকরী করার সুযোগ দেয়। তা ছাড়া আমরা কৃষকদের সামাজিক নিশ্চয়তা এবং বসবাস প্রভৃতি ক্ষেত্রে নানা সুযোগ-সুবিধা সরবরাহ করি। প্রতি বছর সরকার কিছু অর্থ দিয়ে দরিদ্র পরিবারকে সাহায্য করে, এভাবে কৃষকদের দারিদ্র্য সমস্যা মোটামুটি সমাধান করা যায়। "

 জানা গেছে, সুচৌ শিল্প অঞ্চলের প্রশাসনিক বিভাগ স্থানীয় কৃষকদের জন্য সবুজায়ন, নিরাপত্তা রক্ষী, পরিছন্নতা রক্ষা, পরিবার পরিসেবা প্রভৃতি কর্মসংস্থানের সৃষ্টি করেছে এবং কৃষকদের পুঁজি বিনিয়োগ করার উত্সাহ দেয়।

 উল্লেখ করা যেতে পারে যে, অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল বা শিল্প অঞ্চল নির্মাণের জন্য কিছু আবাদী জমি অধিগ্রহন করেছে বলে স্থানীয় সরকার কৃষকদের ক্ষতিপূরণ ব্যবস্থা কার্যকরী করেছে। যেমন কুয়ান নান জেলার স্থানীয় সরকার প্রতি বছর কৃষকদের এর আগের তিন বছরে জমি চাষের নিট আয়ের শতকরা ১০ ভাগ পরিমাণ নগদ দেয়, সকল ১৮ বছর কম বয়সের অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য জীবনযাপনের মৌলিক নিশ্চয়তা সরবরাহ করে, অবসর বয়স অর্থাত্ ৬০ বছর বয়সী পুরুষ অধিবাসী এবং ৫৫ বছর নারী অধিবাসীর জন্য জীবনযাপনের নিশ্চয়তা দেয়।

 উপরোক্ত এই দুটো অঞ্চলের গ্রামীণ উন্নয়ন কৃষকদের শিল্পপ্রতিষ্ঠানে প্রবেশ করার মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। চিয়াংসু প্রদেশের দক্ষিণাংশের হুয়াশি গ্রামের উন্নয়নের ভিত্তি হচ্ছে এই গ্রামকে একটি শিল্পপ্রতিষ্ঠানের মতো ব্যবস্থাপনা করার মাধ্যমে সমৃদ্ধ হয়েছে। হুয়া শি গ্রামের একজন দায়িত্বশীল ব্যক্তি সুন হাই ইয়ে বলেছেন, "হুয়া শি গ্রামে গ্রাম আর শিল্পপ্রতিষ্ঠানের পরিচালনা কাজ ভাগ করা হয়েছে। কিন্তু অর্থনীতির প্রশাসন , ক্যাডারদের নিয়োগ, শ্রম শক্তির বন্দোবস্তু, কল্যাণের বন্টন, গ্রামীণ নির্মাণের পরিকল্পনা সবই ঐক্যবদ্ধভাবে বিবেচনা করে। "

                হুয়া শি গ্রাম

 বর্তমানে হুয়া শি গ্রাম হুয়া শি গ্রাম গ্রুপ কোম্পানি প্রতিষ্ঠা করেছে। এই কোম্পানির অধীনে ৯টি বড় কোম্পানি ও ষাটের বেশি শিল্পপ্রতিষ্ঠান আছে এবং বিক্রয়ের আয় ৩০ বিলিয়ন ইউয়েন রেনমিনপির বেশি।

 চিয়াংসু প্রদেশের পূর্বের বহু খামার আর জমি এখন অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল বা শিল্প অঞ্চলে পরিণত হয়েছে। সেখানের কৃষকরা পূর্বের অভ্যাস পরিবর্তন করে নতুন জীবন শুরু করেছেন।