২৯ জুন বিকালে বৈরুতে লেবাননের জাতীয় সংলাপের নবম সম্মেলন সমাপ্ত হয়েছে। লেবাননের জাতীয় সংসদের স্পীকার, জাতীয় সংলাপের উদ্যোক্তা ও মুখপাত্র নাবেহ বারি বলেছেন, সম্মেলনে দেশের প্রতিরক্ষা রণনীতি সম্পর্কে ঐকমত্য অর্জিত হয়নি।
একইদিনে সম্মেলন হবার পরে একটি সংবাদ সম্মেলনে বারি এই কথা বলেছেন। তিনি আরো বলেছেন, হিজবুল্লাহ সংগঠনের সশস্ত্র শক্তির সমস্যা সমাধান করা ইত্যাদি দেশের প্রতিরক্ষা রণনীতি সম্পর্কে সম্মেলনের আলোচনায় ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। ২৫ জুলাই বিভিন্ন পক্ষ এই বিষয়ে অনুষ্ঠিতব্য নতুন দফা বৈঠকে আলোচনা করবে।
|