২৯ জুন চীনের জাতীয় পর্যটন ব্যুরোর প্রধান শাও ছিওয়েই হংকংয়ে বলেছেন, বর্তমানে চীনের মূলভূভাগ , হংকং ও ম্যাকাও পর্যটন ক্ষেত্রে পারস্পরিক গুরুত্বপূর্ণ গন্তব্যস্থান এবং প্রধান পর্যটকদের উত্স বা বাজারে পরিণত হয়েছে ।
জানা গেছে , ২০০৩ সালের জুলাই মাসে চীনের মূলভূভাগের নাগরিকরা ব্যক্তিগতভাবে হংকং ও ম্যাকাও ভ্রমণ করার সুবিধা পাওয়ার পর থেকে এ পর্যন্ত ১৭টি প্রদেশের ৪৪টি শহরের নাগরিকদের জন্যে ব্যক্তিগত পর্যটনের ব্যবস্থা চালু হয়েছে । এই বছরের মে মাসের শেষ নাগাদ, চীনের মূলভূভাগ থেকে ব্যক্তিগতভাবে হংকং ভ্রমণ করা পর্যটকদের মোট সংখ্যা ১ কোটি ৩০ লাখের বেশি পার্সেন টাইমস এবং ব্যক্তিগতভাবে ম্যাকাও ভ্রমণ করা পর্যটকদের মোট সংখ্যা ১ কোটিরও বেশি পার্সেন টাইমসে দাঁড়িয়েছে ।
তাছাড়া, গত বছরে হংকং থেকে চীনের মূলভূভাগে আসা পর্যটকদের মোট সংখ্যা ২ কোটি ২৫ লাখ ৯০ হাজার পার্সেন টাইমস এবং ম্যাকাও থেকে চীনের মূলভূভাগে আসা পর্যটকদের মোট সংখ্যা ৪২ লাখ ১০ হাজার পার্সেন টাইমসে দাঁড়িয়েছে ।
|