উঁচুদরের ফক্কর,
লেগেছে তাই টক্কর
হবে নাকি ডক্টর,
ভাত খায় কি রুটি খায়
বুকের হাড় গোনা যায়,
সারাদিন ভাল থাকে
সাঁঝে ধরে মক্কর,
রাত ভর চড়ায় সে
এক জোড়া খরে ।
---বাংলাদেশের বগুড়া জেলার জয়পুরপাড়া গ্রামের মোঃ ইমরুল হাসান