২৯ জুন চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি " ফৌজদারী আইনের" নতুন ধারা সংশোধন সম্পন্ন করেছে। এই সংশোধিত " ফৌজদারী আইনে" নিরাপত্তা সংক্রান্তদুর্ঘটনাসৃষ্ট অপরাধের জন্য শাস্তি জোরদার করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে চীনে নিরাপত্তা সংক্রান্ত দুর্ঘটনা ঘনঘন ঘটছে। পরিসংখ্যান উপাত্ত থেকে জানা গেছে যে, গত বছর চীনে ১ লক্ষ ২৭ হাজার লোক উত্পাদনস্থলের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। সংশোধিত ফৌজদারী আইনে নির্ধারন করা হয়েছে যে, উত্পাদনস্থলেনিরাপত্তা ব্যবস্থা মানসম্পন্ন না হওয়া, অন্যদেরকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে বাধ্য করা এবং দুর্ঘটনার কথা কতৃর্পক্ষের কাছে রিপোর্ট না করা সংক্রান্তআচরনের জন্যকঠোর শাস্তি দেয়া হবে। যারা উল্লেখিত এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত থাকবে তাদেরকে ১৫ বছর পযন্র্তকারাদন্ড দেয়া হবে।
চীনের বতর্মান প্রচলিত ফৌজদারী আইন ১৯৮০ সালে প্রণয়ন করা হয়। এর মধ্যে বেশ কয়েক বার এই আইনের সংশোধনকরা হয়েছে।
|