সম্প্রতি চীনের মুল-ভূভাগ পৃথক পৃথকভাবে হংকং ও ম্যাকওয়ের সঙ্গে "সি ই পি এ'র অতিরিক্ত চুক্তি-৩" স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুসারে আগামী বছর থেকে মুল-ভূভাগ পরিসেবা বাণিজ্য ক্ষেত্রে হংকং ও ম্যাকাওয়ের বিরুদ্ধে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ করবে।
অতিরিক্ত চু্ক্তির ধারা অনুযায়ী আগামী বছরের পয়লা জানুয়ারী থেকে পুর্ব-নির্ধারিত ভিত্তিতে মুল-ভূভাগ আইন, প্রদর্শনী, পর্যটন, পরিবহন ও ব্যক্তিগত শিল্প ও বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে হংকং ও ম্যাকাওয়ের জন্যে নির্দিষ্ট ক্ষেত্রে-সহযোগিতার পদক্ষেপ নেবে। তা ছাড়া, মুল-ভূভাগ মেধা-স্বত্ব সংরক্ষণ ক্ষেত্রে হংকং ও ম্যাকাওয়ের সঙ্গে সহযোগিতাকে জোরদার করারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সি.ই.পি.এ হচ্ছে "হংকংয়ের সঙ্গে চীনের মূল-ভূভাগের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক বন্দোবস্তের" সংক্ষিপ্ত ইংরেজী নাম। ২০০৩ সালের জুন ও অক্টোবর মাসে চীনের মুল-ভূভাগ পৃথক পৃথকভাবে হংকং ও ম্যাকওয়ের সঙ্গে সি.ই.পি.এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং ২০০৪ সালের পয়লা জানুয়ারী থেকে তা আনুষ্ঠানিকভাবে কার্যকরী হয়েছে। সি.ই.পি.এ হচ্ছে দেশ এবং তার আলাদা শুল্ক অঞ্চলের মধ্যকার সুবিধার বাণিজ্য বন্দোবস্ত। এর মধ্যে রয়েছে, পণ্যের বাণিজ্য অবাধকরণ, পরিসেবা বাণিজ্য অবাধকরণ এবং বাণিজ্যের সুবিধাজনক পুঁজিবিনিয়োগ।
|