|
 |
(GMT+08:00)
2006-06-29 19:08:59
|
জাতি সংঘের পক্ষে বাজেটের সীমাবদ্ধতা উঠিয়ে দেওয়া হয়েছে
cri
২৮ জুন জাতি সংঘের বাজেট বিষয়ক সাধারণ পরিষদের পঞ্চম কমিটি গত বছরের ডিসেম্বর মাসে জাতি সংঘের বাজেটের সীমাবদ্ধতা সম্পর্কে অনুমোদিত সিদ্ধান্ত বাতিল করতে রাজি হয়েছে এবং মহা সচিব আনানকে চলতি আর আগামী বছরের উদ্বৃত্ত বাজেট ব্যবহারের অনুমোদন দিয়েছে। যাতে আর্থিক কারনে জাতি সংঘের সার্বিক ক্ষতিএড়ানো যায়। যুক্তরাষ্ট্র, জাপান আর অষ্ট্রেলিয়া পঞ্চম কমিটির উত্থাপিত সিদ্ধান্তের বিরোধীতা করেছে। জাতি সংঘে ৭৭ দেশের গোষ্ঠির প্রতিনিধিত্বকারী দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি মুসি খুমালো জোর দিয়ে বলেছেন, বাজেটের ওপর সীমাবদ্ধতার জন্য জাতি সংঘের সংস্কার লংঘণকারী কোনো কোনো দেশ ক্ষমতা আত্মসাত করার কারণ হয়ে দাঁড়িয়েছে। বতর্মানে জরুরী কাজ হল পারস্পরিক আস্থা পুন:প্রতিষ্ঠা করা। পঞ্চম কমিটির চেয়ারম্যান অবশেষে বাজেটের সীমাবদ্ধতা উঠিয়ে দেওয়ার কথা বলেছেন এবং ৩০ জুন আয়োজিত জাতি সংঘ সাধারণ পরিষদের পূণাংগ অধিবেশনে তা দাখিল করা হবে।
|
|
|