জার্মানীর লিনডাউয়ে অনুষ্ঠিত ৫৬তম নোবেল পুরস্কার বিজয়ী ফোরামে বেশ কয়েক জন নোবেল পুরস্কার বিজয়ী চীনে পরিবেশ-সহায়ক শক্তিসম্পদ বহুবিধ ব্যবহারের জন্য যে প্রয়াস চালিয়েছে তারা সে জন্য তাদের স্বীকৃতি জানিয়েছেন এবং এ ক্ষেত্রে তারা চীনের ভবিষ্যত সম্পর্কে আশাবাদী।
এবারকার "পৃথিবী গরম হওয়া ও পরিবেশ-সহায়ক শক্তিসম্পদ" নামক ফোরামে বেশ কয়েকজন নোবেল পুরস্কার বিজয়ী স্বীকৃতি জানিয়েছেন যে, চীন সরকার ইতোমধ্যেই পরিবেশ দূষণের গুরুতর অবস্থা এবং পরিবেশ-সহায়ক শক্তিসম্পদ ব্যবহারের প্রয়োজন সম্পর্কে সচেতন হয়েছে। এবং এই চেতনা বাস্তবায়নের জন্য কার্যক্রম গ্রহণ করেছে। তাঁরা বলেছেন, যদিও চীনের কিছু শহর দূষণের গুরুতর অবস্থার সম্মুখীণ হচ্ছে, তবে এর ফলে অবস্থা আস্তে আস্তে ভাল হয়ে যাবে।
এবারকার ফোরাম এক সপ্তাহব্যাপী স্থায়ী হওয়ার কথা।
|