চীনের গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান চিয়া ছিংলিন ২৯ জুন সাফল্যের সঙ্গে তাঁর তিন দিনব্যাপী হংকং সফর শেষ করেছেন। হংকং ত্যাগ করার আগে চিয়া ছিংলিন বলেছেন, মুল-ভূভাগ সব সময় হংকংয়ের দৃঢ় পৃষ্ঠপোষকতা করবে।
হংকং ত্যাগ করার আগে চিয়া ছিংলিন বিমান বন্দরে সংক্ষিপ্ত ভাষণে বলেছেন, হংকংয়ে তিনি নিজেই বিশেষ অঞ্চলের সরকার ও হংকং শহরবাসীদের গভীর ভাবাবেগ এবং হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা উপলদ্ধি করেছেন। তিনি নিজেও "এক দেশ দুই সমাজ ব্যবস্থা"নীতির বিরাট সুবিধার বিষয়টিকে উপলদ্ধি করেছেন। চীনের কেন্দ্রীয় সরকার আগের মতোই ভবিষ্যতেও হংকংকে সমর্থন করবে। তিনি আশা করেন, হংকংয়ের বিভিন্ন মহলের ব্যক্তিরা বর্তমান সুষ্ঠু পরিস্থিতিকে ভালভাবে সুসংবদ্ধ করতে পারবেন।
চিয়া ছিংলিন সি.ই.পি.এ'র স্বাক্ষরিত তৃতীয়তম বার্ষিকী স্মারক অনুষ্ঠানে অংশ নেয়ার জন্যে ২৭ জুন হংকংয়ে পৌঁছেছিলেন।
|