২৯ জুন চীন আন্তর্জাতিক বেতারের একটি সূত্র থেকে গেছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনের গ্রামাঞ্চলের শিল্প-প্রতিষ্ঠানের অবস্থা ভাল। এ পাঁচ মাসে মোট ২২ হাজার কোটিরও বেশী রেন মিন পি অর্জিত হয়ে গত বছরের অনুরুপ সময়ের তুলনায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রফতানি ক্ষেত্রে চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনের গ্রামাঞ্চলের শিল্প-প্রতিষ্ঠানের রফতানি মূল্য গত বছরের অনুরুপ সময়ের তুলনায় প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে গ্রামাঞ্চলের শিল্প-প্রতিষ্ঠানের দ্রুত উন্নয়নের জন্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
চীনের গ্রামাঞ্চলের শিল্প-প্রতিষ্ঠান হচ্ছে বাণিজ্য উত্পাদন, বিনিময়, সেবামূলক কর্মকান্ডে লিপ্ত কৃষকদের স্থাপিত অর্থনৈতিক সংস্থা। ১৯৭৯ সালের পর , চীনের গ্রামাঞ্চলের শিল্প-প্রতিষ্ঠানের দ্রুত উন্নতি হয়েছে। বতর্মানে গ্রামাঞ্চলের শিল্প-প্রতিষ্ঠান চীনের অর্থনীতির গুরুত্বপূর্ণ অবিলম্বণে পরিণত হয়েছে। এর সঙ্গে সঙ্গে গ্রামাঞ্চলের উদ্বৃত্ত শ্রম শক্তির কর্মসংস্থান সমস্যা নিষ্পত্তি করার জন্যে গ্রামাঞ্চলের শিল্প-প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
|