v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-29 18:08:38    
চীনের প্রাচীন বাদ্যযন্ত্র গুচাং

cri
**চীনের প্রাচীন বাদ্যযন্ত্র গুচাং

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জের আড়পাড়া গ্রামের সোনার বাংলা শ্রোতা সংসদের প্রেসিডেন্ট ডলার

 উঃ চাং হচ্ছে চীনের একটি সুপ্রাচীন তার টানা বাদ্যযন্ত্রের অন্যতম। এর দু'হাজারাধিক বছর ইতিহাস আছে, ফলে তাকে "গুচাং" বলা হয়।

 যুদ্ধমান রাজ্য সমূহের যুগে গুচাং চীনের ছিন রাজ্যে জনপ্রিয় হয়েছে, ফলে এই বাদ্যযন্ত্রকেছিন চাং ও বলা হয়। গুচাং ইতিহাসের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিকশিত হয়েছে। গুচাংয়ের বিস্তীর্ণ আওয়াজ এবং সমৃদ্ধ প্রকাশ শক্তির দরুণ তাকে "চীনের পিয়ানো" বলা হয়। সাম্প্রতিক বছরগুলোতে চীনের সুরকারদের প্রচেষ্টায় বহু আধুনিক গুচাং সুর রচিত হয়েছে। গুচাং নামের এই প্রাচীন বাদ্যযন্ত্রটি দিনে দিনে লোকজনের কাছে গুরুত্ব এবং সমাদর পেয়েছে।

**চীনে বর্তমানে মোট কতটি গ্রাম আছে?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ঘোড়াদাইড়ের বেতার বন্ধু শ্রোতা সংঘের মোঃ রুবেল আহম্মেদ মল্লিক এবং জামালপুর জেলার নান্দিনার ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ রেডিও লিসনার্স ক্লাবের পরিচালক মোহাম্মদ সাইফুল আল এমরান (মুক্তা)

 উঃ চীনে বর্তমানে মোট ৬ লক্ষ ৯১ হাজার ৫১০টি গ্রাম আছে।

**চীনা চাষীরা কি কি চাষ করে থাকেন? চীনে কি কোন পশু শক্তি দিয়ে কৃষি কাজ করা হয়? চীনের সর্বোচ্চ রপ্তানীযোগ্য ফসল কোনটি?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের রাঙ্গামাটি পাবর্ত্য জেলার সাং জগনাছড়ির বনানী রেডিও শ্রোতা সংঘের উবাচিং মার্মা , চাঁদপুর জেলার মতলব রোডের মোঃ নাসির খান

 উঃ চীন এমন একটি দেশ যার মোট লোকসংখ্যার মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ হলো কৃষিজীবী সম্প্রদায় । চীনের অর্থনীতিতে কৃষির স্থান খুবই গুরুত্বপূর্ণ । ফসল চাষ হলো চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি উত্পাদন খাত , প্রধান খাদ্যশস্য হলো ধান,গম,ভূট্টা,সোয়াবীন ইত্যাদি । অর্থকরী ফসল হলো তুলা,চীনা বাদাম,সর্ষে,আখঁ আর সর্গাম ইত্যাদি ।  

  ১৯৭৮ সালে চীনের গ্রামাঞ্চলে সংস্কার প্রবর্তনেরপর থেকে চীনের কৃষি উত্পাদনের ক্ষেত্রে দ্রুত উন্নয়ন শুরু হয়। ২০ বছরেরও বেশী সময় ধরে চীনের গ্রামাঞ্চলের সংস্কার সমষ্টিগত মালিকানার কাঠামোতে চালানো হয়েছে, বাজার হলো এই সংস্কারের পথনির্দেশনা,তাতে সাহসের সংগে ঐতিহ্যিক ব্যবস্থার বন্ধন ভেঙে দেয়া হয়েছে এবং বাজার-অর্থনীতির অবস্থায় সমষ্টিগত অর্থনীতি বাস্তবায়নের নতুন পদ্ধতি অনুসৃত হয়েছে । সংস্কারের ফলে কৃষকদের বাস্তব উপকার হয়েছে এবং গ্রামাঞ্চলের উত্পাদনশক্তির বৃদ্ধি ও বিকাশ ঘটেছে। কৃষি, বিশেষ করে খাদ্যশস্য উত্পাদনের দ্রুত বৃদ্ধি আর কৃষি কাঠামোর ক্রমাগত উত্কর্ষসাধন ত্বরান্বিত হয়েছে, চীনের কৃষি ক্ষেত্রে লক্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে । বর্তমানে চীনের খাদ্যশস্য, তূলা, সর্ষে বীজ, তামাক, মাংস, ডিম, মাছ প্রভৃতি জলজ দ্রব্য,শাকসব্জির উত্পাদন বিশ্বে প্রথম স্থানে রয়েছে।

**চীনের লোকসংখ্যা কত? বর্তমানে চীনে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে কত জন? চীনের উপজাতিদের মধ্যে কোন উপজাতির লোকসংখ্যা বেশী?

 প্রশ্নকর্তাঃবাংলাদেশের বগুড়া জেলার চন্দনবাইশার শোলার তাইড় গ্রামের এম মিনহাজ উদ্দিন বিপুল , কুষ্টিয়া জেলার হাটিয়া আব্দালপুরের ওয়ার্ল্ড ডিএক্স রেডিও ক্লাবের অপুর্ব কুমার বাগচী (মৌ) এবং চট্টগ্রাম জেলার বৌ-বাজারের মোঃ কামরুল হুদা

 উঃ বিশ্বে চীনের লোকসংখ্যা সবচেয়ে বেশি ,মোট ১৩০ কোটি,এই সংখ্যা বিশ্বের মোট লোকসংখ্যার এক-পঞ্চমাংশ। বিশ্বে যে দেশগুলোর লোকসংখ্যার ঘনত্ব অপেক্ষাকৃত বেশি চীন তার অন্যতম । লোকসংখ্যার গড়ঘনত্ব হলো প্রতি বর্গকিলোমিটারে ১৩৫জন। চীনের সংখ্যালঘুজাতিগুলোর মধ্যে জুয়ান জাতির লোকসংখ্যা সবচাইতে বেশি। তারা প্রধানত: চীনের দক্ষিণাংশের কুয়াংশি জুয়ান জাতি স্বায়ত্ত্বশাসিত অঞ্চলে থাকেন। জুয়াং জাতির লোকসংখ্যা ১ কোটি ৬২ লক্ষের বেশি। চীনের মোট জনসংখ্যার ১.৩ শতাংশ।

**চীনের নাগরিকত্ব লাভ করতে হলে কি কি করতে হবে?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের বগুড়া জেলার মহিশুরার বানিয়া গাতী গ্রামের মোঃ ওয়াহেদুল ইসলাম

 উঃ চীনের নাগরিকত্ব আইন অনুযায়ী, বাবা-মা দু'পক্ষ বা এক পক্ষ চীনা নাগরিক এবং নিজে চীনে জন্মগ্রহণ করলে চীনের নাগরিক হয়। বাবা-মা দু'পক্ষ বা এক পক্ষ চীনা নাগরিক , নিজে বিদেশে জন্মগ্রহণ হলেও চীনা নাগরিক হতে পারে। তবে বাবা-মা দু'পক্ষ বা এক পক্ষ চীনা নাগরিক বিদেশে থাকেন, বাচ্চা বিদেশে জন্মগ্রহণ করার সময় বিদেশী নাগরিকত্ব লাভের পর চীনা নাগরিক আর হবে না।

**চীনে গরুর দুধ এক কেজির দাম কত?

 প্রশ্নকর্তাঃ বাংলাদেশের নাটোর জেলার সিংড়ার এমদাদুল হক

 উঃ চীনের বাজারে নানা রকম প্যাকেটজাত গরুর দুধ আছে। দামও ভিন্ন। তবে এক কেজি গরুর দুধের দাম প্রায় ৩ থেকে ৪ ইউয়েনের মতো, তা ২৫ থেকে ৩০ টাকার সামন।