নববর্ষের নব ক্ষণে
মনে জাগে নব আশা,
হিংসাটুকু রাখব না মনে
রাখব ভালবাসা ।
মিথ্যা বলা ভূলে গিয়ে
সত্যই শুধু বলব,
সত্যের মাঝে লীন হয়ে
সুখের দোলায় দুলব ।
এ যাবত্কাল ধরে
করেছি যত পাপ,
প্রকাশ্যে সবার তরে
চাইব তারই মাপ ।
অপার আগ্রহ নিয়ে
করব সততাকে বরণ
সততার প্রতীক বুকে নিয়ে
মোর হয় যেন মরণ ।
---বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলিফ উদ্দিন রোডের সুরেশ চন্দ্র বিশ্বাস
|