v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-29 11:11:36    
২৯ জুন

cri
    **ই.ইউ.-লাটিন আমেরিকার প্রথম শীর্ষ সম্মেলন সমাপ্ত

    ১৯৯৯ সালের ২৯ জুন ই.ইউ.-লাটিন আমেরিকার প্রথম শীর্ষ সম্মেলন সমাপ্ত হয় । সম্মেলনে "রিয়োডে জোরেইরো বিবৃতি" আর "কার্যক্রম" প্রকাশিত হয় ।সম্মেলন অংশগ্রহণকারীরা জোর দিয়ে বলেন যে, ই.ইউ. আর লাটিন আমেরিকার উচিত দু'টি অঞ্চলের মধ্যে রাজনৈতিক ,অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ জোরদার করা এবং ২১ শতাব্দীমুখী রণনৈতিক অংশীদারী সম্পর্ক স্থাপন করা ।

স্বাগতিক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট কার্দোজো সমাপ্তী অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময়ে বলেন লাটিন আমেরিকা ও ইউরোপের ভবিষ্যত উন্নয়নের জন্যে এবারকার সম্মেলনের গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে । এই দু'টি অঞ্চল যত তাড়াতাড়ি সম্ভব অবাধ বাণিজ্য বাস্তবায়নের জন্যে এই সম্মেলন সুষ্ঠু ভিত্তি স্থাপন করেছে ।

    সম্মেলনকালে অংশগ্রহণকারীরা ইউরোপ এবং লাটিন আমেরিকা ও ক্যারেবীয়ন অঞ্চলের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরো জোরদার করার নিয়ে আলোচনা করেন ,বিশেষ করে বিভিন্নঅঞ্চলের মধ্যে অবাধ বাণিজ্য এলাকা প্রতিষ্ঠার প্রশ্ন নিয়ে ব্যাপক পরামর্শ করেন । ই.ইউ. দক্ষিণ সাধারণ বাজারের সদস্যদেশ আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়া,উরুগুয়ায় এবং চিলির সঙ্গে শীর্ষ বৈঠক করে এবং ২০০৫ সালে দু'টি গোষ্ঠীর মধ্যে অবাধ বাণিজ্য এলাকার প্রতিষ্ঠা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে ।

    **আন্তর্জাতিক লীগে চীনের অংশগ্রহণ

    ১৯২০ সালের ২৯ জুন চীন আন্তর্জাতিক লীগে অংশগ্রহণ করে । আন্তর্জাতিক লীগ ১৯২০ সালের জানুয়ারীতে প্রতিষ্ঠিত হয় । ভারসাইলেস চুক্তির স্বাক্ষরকারী দেশ ছিল এর প্রধান অংশ । পরপর ৬৩টি দেশ এই সংস্থায় অংশগ্রহণ করে । এর সদরদফতর সুইজাল্যান্ডের জেনিভায় অবস্থিত ছিল ।

    ** নোবেল তহবিল সংস্থা প্রতিষ্ঠিত

আরফরেই নোবেল ছিলেন একজন শ্রেষ্ঠ রাসায়নিক বিজ্ঞানী। ১৮৩৩ সালের অক্টোবর মাসে তিনি সুইডেনের র রাজধানী স্টোকহোমে জন্মগ্রহণ করেন । তিনি সারা জীবনে অনেক জিনিস আবিষ্কার করেন ।এগুলোর মধ্যে তাঁর প্রধান অবদান ছিল নিরাপদ বারুদ । এই আবিষ্কারের জন্যে তিনি "বারুদের রাজার"আখ্যা পান এবং একজন লক্ষপতিতে পরিণত হন । তিনি আশা করেছিলেন , তাঁর এই আবিষ্কার মানবজাতির জীবনের সমৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখবে । তবে ব্যাপারটি উল্টো দিকে গেছে ।বারুদ ব্যাপকভাবে যুদ্ধে ব্যবহৃত হয় । এর জন্যে লোকদের মনে নোবেল একজন "মৃত্যু বিক্রি করার একজন ব্যবসায়ী" হন । এতে তিনি খুব নিঁরাশ ও দুঃখিত ছিলেন ।মৃত্যুর আগে তিনি তাঁর উত্তরাধিকারপ্রাপ্ত সম্পত্তির একাংশ ৯২ লক্ষ মার্কিন ডলার দিয়ে তহবিল গঠন করেন এবং প্রত্যেক বছরে প্রায় দুই লক্ষ মার্কিন ডলার মূল্যের সুদ দিয়ে পুরস্কার রাখেন । যেসব বিজ্ঞানী ও পন্ডিত মানবজাতির সুখ ও অগ্রগতির জন্যে চমত্কার অবদান রাখবেন তাদেরকে পুরস্কর প্রদান করা হবে । এর জন্যে ১৯০০ সালের ২৯ জুন সুইডেন নোবেল তহবিল সংস্থা প্রতিষ্ঠা করে এবং এর পরিচালনা পরিষদ পুরস্কার ব্যবস্থাপনা ও প্রদানের ব্যবস্থা করে ।

    বর্তমানে নোবেল পুরস্কার বেতন ৬টি বিভাগে বিভক্ত ।প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে ৩টি: পদার্থবিদ্যা,রসায়বিদ্যা চিকিত্সা বা শারীরবিজ্ঞান । অন্য ৩টি হল: সাহিত্য, শান্তি ব্রত আর অর্থনীতি।

   সুইডিশ সরকারের একটি কমিটি নোবেল পুরস্করপরিচালনা করে । সুইডিশ রাজকীয় বিজ্ঞান একাডেমী পদার্থবিদ্যা, রসায়বিদ্যা ও অর্থনীতির পুরস্কার নির্ধারণ করে । স্টোকহোম ক্যারোলিন চিকিত্সা একাডেমী চিকিত্সার পুরস্কার নির্ধারণ করে । সুইডিশ সাহিত্য একাডেমী নির্ধারণ করে সাহিত্য পুরস্কারনরওয়ে সংসদের নির্বাচিত পাঁচ জন কমিটি নির্ধারণ করে শান্তি পুরস্কার ।

    নোবেল পুরস্কার বৈজ্ঞানিক গবেষণা ত্বরান্বিত আর মানবজাতির কল্যাণ সাধন করার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছে ।