|
|
(GMT+08:00)
2006-06-28 19:21:52
|
|
ইসরাইলের সৈন্যবাহিনী গার্জা অঞ্চলে প্রবেশ করে শুরু করছে
cri
২৮ জুন ইসরাইলের সৈন্যবাহিনী স্বীকার করেছে,২৮ জুন ভোরবেলায় ইসরাইলের সৈন্যবাহিনী গার্জা অঞ্চলের দক্ষিণাশে প্রবেশ করতে শুরু করেছে। ইসরাইলের মুখপাত্র বলেছেন, ইসরাইলের ট্যাংক ও সাঁজোয়া গাড়ীগুলো এখন গার্জা অঞ্চলে ঢুকছে। অপহৃত নৈন্যের নিরাপত্তা নিশ্চিত করা এই সামরিক অভিযানের লক্ষ্য। মিসরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৭ জুন স্বীকার করেছে. সিনাই উপ-দ্বীপের উত্তরাঞ্চলের কাছেকাছি গার্জা অঞ্চলের সীমান্ত এলাকায় মিসর ২৫০০ সৈন্য মোতায়েন করেছে। ২৭ জুন পেইচিংএ চীনের পররাষ্ট্রণালয়ের মুখপাত্র চিয়াং য়ু আবার বলেছেন, চীন সবর্দাই মধ্য-প্রাচ্য শান্তি প্রক্রিয়াকে সমর্থন করে এসেছে। চীন আশা করে, ফিলিস্তিন আর ইসরাইল এ দুটো দেশের নতুন সরকার আরও সক্রিয় অবস্থান গ্রহণ করে শান্তিপূর্ণ আলোচনার ক্ষেত্রকেপূর্ণপ্রতিষ্ঠা করবে। রাজনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে মধ্য-প্রাচ্য সমস্যার সমাধান করতে হবে। ইইউর অন্তর্ভূক্ত দেশ--অষ্ট্রিয়া সরকার ২৭ জুন সন্ধ্যায় এক বিবৃতিতে ফিলিস্তিনের সশস্ত্রসংস্থানকে ' অবিলম্বে বিনা শর্তে ' অপহৃত ইসরাইলী সৈন্যকে মুক্তি দেওয়ার তাগিদ দিয়েছে। বিবৃতিতে সংঘর্ষের সঙ্গে জড়িত দু'পক্ষের প্রতি সংযম বজায় রাখাও দাবি জানানো হয়েছে। ২৭ জুন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিখাইল ইসরাইলের প্রতি গার্জা অঞ্চলে কঠোর সামরিক অভিযান না নেওয়ার আহ্বান জানিয়েছেন।
|
|
|