২৮ জুন পেইচিংয়ে চীনের রাষ্ট্রীয় পরমাণু দুর্ঘটনার জরুরী মোকাবিলা বিষয়ক সম্বনয় কমিটির একটি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে । অধিবেশনে পরমাণু দুর্ঘটনার জরুরী মোকাবিলা সংক্রান্ত পরবর্তী ৫ বছরমেয়াদী একটি কার্যক্রম পর্যালোচনার পর অনুমোদন করা হয়েছে । এই কার্যক্রম অনুযায়ী , চীনে পরমাণু দুর্ঘটনার জরুরী মোকাবিলার বিষয়ে ব্যবস্থাপনা , কর্মী ও অবকাঠামো ব্যবস্থা আর প্রযুক্তিগত ব্যবস্থা যে বিকশিত হয়েছে , তা মোটামুটি পরমাণু ক্ষেত্রের বিকাশ এবং পরমাণু রেডিয়েশনের জন্য সংঘটিত যে কোনো নানা রকম দুর্ঘটনা মোকাবিলা করা সম্ভব হবে ।
কার্যক্রমে বলা হয়েছে , পরবর্তী ৫ বছরে চীনে পরমাণু দুর্ঘটনার জরুরী মোকাবিলা বিষয়ক ব্যবস্থা আরো পূর্ণাঙ্গ করে তোলা হবে । এতে যাবতীয় পরমাণু ব্যবস্থা আর পরমাণু সংক্রান্ত কাজ অন্তর্ভুক্ত হবে । সংশ্লিষ্ট বৈজ্ঞানিক গবেষণাগার , উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আর বিরাটাকার পরমাণু শিল্প প্রতিষ্ঠানের সাহায্যে পরমাণু দুর্ঘটনার জরুরী মোকাবিলা বিষয়ক বেশ কয়েকটি প্রযুক্তিগত সাহায্যদানকারী কেন্দ্র গড়ে তোলা হবে এবং এ সম্পর্কিত একটি দেশব্যাপী জরুরী মোকাবিলা কার্যক্রম নেয়া হবে ।
|