২৮ জুন জানা গেছে, ৬০০০জন দেশী-বিদেশী ব্যবসায়ী চীনের সিন চিয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের খাশ শহরে আয়োজিত দ্বিতীয় "সিন চিয়াং খাশ- দক্ষিণ ও মধ্য এশিয়া" বাণিজ্য মেলায় অংশ নিয়েছে।
এবারকার বাণিজ্য মেলা ৩ জুলাই পর্যন্ত চলবে। মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে, যন্ত্রপাতি, পেট্রোকেমিকেল পণ্য, কৃষি পণ্য, বস্ত্র পণ্য ইত্যাদি। মেলায় বৈশিষ্ট্যময় কিছু সাংস্কৃতি অনুষ্ঠানও আয়োজিত হওয়ার কথা।
চীনের সিন চিয়াং-এর খাশ অঞ্চল, কাজিখস্তান, ভারত ইত্যাদি মধ্য ও দক্ষিণ এশিয়া দেশের সঙ্গে একই অর্থনৈতিক অঞ্চলে অবস্থান করে। খাশের ৬টি বন্দর হলো মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া ও ইউরোপে যাওয়ার প্রধান পথ।২০০৫ সালে প্রথম খাশ বাণিজ্য মেলা আয়োজনের পর খাশ ও মধ্য-দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে ভালো বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়েছে।
|