v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-28 18:23:18    
২৮ জুন ক্রীড়া খবর

cri

    নেদারল্যান্ডে অনুষ্ঠিত ওর্ডিনা ওপেন টেনিস ২৪ জুন সমাপ্ত হয়েছে। চীনা ক্রীড়াবিদ চেংচিয়ে আর ইয়ানচি নারীদের দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হয়েছেন। এটা চীনা ক্রীড়াবিদদের প্রথম গ্রাস কোর্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন। তাঁরা ২:১ সেটে সার্বিয়ার আনা ইভানোভিছ আর রাশিয়ার মারিয়া কিরিলেনকোকে পরাজিত করেছেন, চেংচিয়ে এবং ইয়ানচি অস্ট্রেলিয়া, জার্মানী ও মরোক্কো ওপেন টেনিস প্রতিযোগিতার পর এই চতুর্থ বারের মতো নারীদের দ্বৈত দফায় চ্যাম্পিয়ন হন।

    ২৫ জুন ব্রিটেনের লন্ডনে অনুষ্ঠিত ২০০৬ বিশ্বকাপ ওপেন ওয়াটার সাঁতার প্রতিযোগিতায় ১৬ বছর বয়সী চীনা ক্রীড়াবিদ কাও ইউথিং নারীদের দফায় অষ্টম হয়েছেন। এবারকার প্রতিযোগিতায় দু'জন চীনা পুরুষ ক্রীড়াবিদ এবং দু'জন নারী ক্রীড়াবিদ অংশ নিয়েছেন, চীন এই প্রথম বিশ্বকাপ ওপেন ওয়াটার সাঁতার প্রতিযোগিতায় প্রতিনিধি দল পাঠিয়েছে। ওপেন ওয়াটার সাঁতার ২০০৮ সাল অলিম্পিক গেমসের প্রতিযোগিতার তালিকাভূক্ত করা হয়েছে, পুরুষদের আর নারীদের ১০কিলোমিটার দু'টি স্বর্ণপদক প্রবর্তিত হবে।

    স্থানীয় সময় ২০ জুন রাতে ২০০৫ থেকে ২০০৬ সাল মত্তসুমের এন বি এ বাস্কেটবলের ফাইনাল খেলা যুক্তরাষ্ট্রের ডালাসে সমাপ্ত হয়েছে। মিয়ামি হীট দল ৯৫:৯২ পয়েন্ট ডালাস মাভেরিক্সকে পরাজিত করে এ মত্তসুমের চ্যাম্পিয়ন হয়েছে। ওয়েইড সবচেয়ে মূল্যবান ক্রীড়াবিদের মর্যাদা অর্জন করেছেন।

    ২৪ জুন উইম্বলডন ওপেন টেনিস খেলা শুরুর দু'দিন আগে দু মার্কিন ক্রীড়াবিদ আন্দ্রে আগাসি ঘোষণা করেছেন, তিনি যুক্তরাষ্ট্র ওপেনের পর অবসর নেবেন, তাঁর ২০ বছরের পেশাগত টেনিস জীবন শেষ করবেন। ৩৬ বছর বয়সী আগাসি এ পর্যন্ত মোট ৬০টি চ্যাম্পিয়ন শিপ অর্জন করেন, তিনি ইতিহাসে চারটি গ্রান্ড স্লামে চ্যাম্পিয়ন হওয়া পাঁচজন ক্রীড়াবিদের একজন।

   

    চতুর্থ 'পেইচিং ২০০৮ সাল' অলিম্পিক সংস্কৃতি উত্সব ২৩ জুন উদ্বোধন হয়েছে। সামনের এক মাসে ২৮টি অলিম্পিক সংশ্লিষ্ট ব্যাপক অনুষ্ঠান আলাদা আলাদাভাবে অনুষ্ঠিত হবে, এর মধ্যে সাংস্কৃতিক ও ক্রীড়া, অলিম্পিক সংস্কৃতি মহা চত্বর, সিনেমা, ফোরাম, মেলা, শিল্পীদের অনুষ্ঠান পরিবেশন, জ্ঞান প্রতিযোগিতা, প্রতিবন্দী শিল্পী, যুবক ও শিশু বিষয়ক তত্পরতা অন্তর্ভুক্ত করা হবে।

    পেইচিং ত্রাণ কেন্দ্র সম্প্রতি ঘোষণা করেছে যে, পেইচিং ২০০৮ সাল অলিম্পিক গেমসের সময়ে ১২০টি অলিম্পিক চিকিত্সা ত্রাণ কেন্দ্র পরিচালনা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। এসব ত্রাণ কেন্দ্র অলিম্পিক গেমসের ত্রাণ পরিচালনার দায়িত্ব পালন করবে। তখন পেইচিংয়ের অ্যাম্বুলেন্সের সংখ্যা ২৭০ থেকে ৪০০ পর্যন্ত বাড়বে। প্রতি অ্যাম্বুলেন্সে সর্বশেষ তথ্য এবং জিপিএস ব্যবস্থা প্রবর্তিত হবে। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা উন্নীত হবে, যাতে পরীক্ষা, ত্রাণ, চিকিত্সা ও পর্যবেক্ষণ করা যায়।  

 

    ২৬ জুন জার্মানীতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের দু'টি প্রতিযোগিতায় ইতালি ও ইউক্রেন জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। এ দু'টি দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে।

    ইতালি ১:০ গোলে অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে। খেলা শেষ হওয়ার এক মিনিট আগে ইতালির ব্যাডিফেল্ডার ফাবিও গ্রোসোকে অস্ট্রেলিয়ার নিষিদ্ধ অঞ্চলে ফাউল করা হলে এক পেনাল্টিতে ইতালির ফ্রান্সিসকো তোতি গোল করে বিজয় নিশ্চিত করেন।

   

    ২৭ জুন বিশ্বকাপ ফুটবলের দুটি খেলায় ফ্রান্স এবং ব্রাজিলজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে।

  

  কোয়ার্টার ফাইনাল ৩০ জুন এবং ১ জুলাই অনুষ্ঠিত হবে । কোয়ার্টার ফাইনালে জার্মানি আর আর্জেণ্টিনা, ইতালী আর ইউক্রেন, ইংল্যাণ্ড আর পর্তুগাল এবং ব্রাজিল আর ফ্রান্সের মধ্যে প্রতিযোগিতা হবে।

    উল্লেখ্য, ২৭ জুন ফ্রান্স ৩:১ গোলে স্পেনকে পরাজিত করে এবং ব্রাজিল ৩-০ গোলে ঘানাকে পারজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে।

    সুইজারল্যান্ড ও ইউক্রেনের মধ্যকার খেলা নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় খেলেও খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়। পরে ইউক্রেন টাই ব্রেকারে ৩:০ গোলে সুইজারল্যান্ড পরাজিত করে।

    পাকিস্তানের করাচি একটি জনবহুল শহর, সেখানে অপরাধ হয় ঘন ঘন, কিন্তু বিশ্বকাপ শুরু থেকে ব্রাজিলের খেলা এ অবস্থা পরিবর্তন করেছে।

    ২১ জুন ব্রাজিলের সাও পাওলোর ফোলহা পত্রিকার খবরে প্রকাশ, করাচির সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছেন, তিনি ব্রাজিল দলকে খুবই ধন্যবাদ জানিয়েছেন, কারণ ব্রাজিল দলের সাহায্যে করাচির পুরনো শহরের অপরাধের হার কমানো হয়েছে। তিনি বলেছেন, সবাই ব্রাজিলকে সমর্থন করেন। তাঁরা ফুটবল তাঁদের ধর্ম মনে করেন, তাঁরা স্বদেশের মত ফুটবলকে ভালো বাসেন।

    করাচির পুরনো শহরে সবগুলো স্থানে ব্রাজিলের পতাকা পত পত করে উড়ছে। তাছাড়া, আরো বেশি যুবক ব্রাজিল দলের জার্সি পরে। সেখানে ফুটবল পাকিস্তানের জাতীয় খেলা ক্রিকেটের চেয়ে আরো বেশি প্রভাব ফেলে।